তখন ও এখন 

গীতা দাস

(১০)

খাবার কখনোই কোন ধর্মীয় বিশ্বাসের সাথে জড়িত নয় বলে আমি মনে করিগরু খেলেই আমার হিন্দুত্ব চলে যাবে বলে আমি মানি নাআবার ছোটবেলা থেকে গরু খাইনি বলে মাংসটি দেখলেই এক ধরনের এলার্জি অনুভূত হয়বিষয়টি মনস্তাত্ত্বিক হলেও আমি এ জালে আবদ্ধ 

কিন্তু আমার অন্যান্য মুসলিম সহকর্মীরা শুকরের মাংসের প্রতি এক ধরণের ঘৃণা অনুভব করেনযদিও আমি শুকরের মাংস খাই নাতবে আমি কোন মাংসের প্রতিই ঘৃণা অনুভব করি নাসবই খাওয়ার জিনিসআমার ছেলেমেয়ে কোন বিশেষ মাংসের প্রতিই ঘৃণা বা এলার্জি কোনটাই অনুভব করে না

আমার কর্মক্ষেত্রে অনেক সময় একসাথে লাঞ্চ করার ব্যবস্থা করা হয়কারও জন্মদিনে বা কোন সুখবর থাকলেগরুর মাংস ছাড়া মেন্যু হয় নাসে ভুনা খিচুরি হোক বা পিজাই হোকআমার জন্য যদিও মুরগি আনা হয় কিন্তু আমি স্বস্থি অনুভব করি নাখাবারের প্রতি এলার্জিজনিত কারনে নয় আমাকে আলাদা করে রাখার জন্যনিজেকে বিচ্ছিন্ন বোধ করিমাসে দুএকদিন অফিসে ধর্মনিরপেক্ষ খাবার ব্যবস্থা করার মত মানসিকতা তাদের নেই, যদিও বৈচিত্র্য (diversity) নিয়ে তাদের ধারণা খুব স্পষ্ট বলে তারা দাবি করে 

বেলা দশটা এগারটায় মাঝে মাঝে সিঙ্গারা খাওয়া হয়।  সিঙ্গারার ভিতরেও গরুর মাংসের খেতে হয়।  অনেক সময় আমার জন্য আলাদা কিছু আনতে ভুলেও যায়খাবারের প্রতি লোভে নয় আমার অস্তিত্ব অস্বীকার করা হয় ভেবে আরামবোধ করি নাআমিই বা কবে এ সব সংস্কারমুক্ত হব! আর আমার সহকর্মীরাই বা কবে নিজেদের পরিমণ্ডলে অন্যের অস্তিত্বকে শ্রদ্ধা করতে শিখবে!

রাষ্ট্রীয়, জাতীয় ও সমাজের সবক্ষেত্রে মূলস্রোতে নারীর শক্তিশালী অবস্থানের জন্য আন্দোলন করতে হচ্ছে নারী আন্দোলনের একজন কর্মী হিসেবেসংখ্যালঘু হিসেবেও মূলস্রোতের বাইরে রাখতে চায় একটি আন্তর্জাতিক কর্ম পরিমন্ডলের ভেতরেওএ মনোকষ্ট কোথায় রাখি! 

ছোটবেলায় ঈদেও বন্ধুদের বাসায় খেতে গেলে গরুর আবাস পাইনি ঈদুল ফিতরে সাধারণত গরু কোরবানী হত না আর ঈদুল আযহায় কোরবালীর মাংস ঘরে তোলার আগেই আমাদের নিমন্ত্রণ খাওয়া শেষ হয়ে যেত।

আমার বিদ্যালয় ও কলেজ জীবনে ধর্মীয় অনুষ্ঠান সংস্কৃতির অঙ্গ ছিলস্বরসতী পুজার কমিটি গঠিত হতো হিন্দু-মুসলিম মেয়েদের সমন্বয়েএক সাথে চাঁদা উঠানো, প্রতিমা স্থাপন, প্রসাদ বিতরণ ও খাওয়া চলতমুসলিম মেয়েরা শুধু মাত্র অঞ্জলি নিত না               

তেমনি মিলাদেও একই চিত্রমাহফিলের এক কোণায় হাত জোড় করে চুপ করে বসে থাকতামমিলাদ শেষ হলে মিষ্টি বিতরণ করতাম ও খেয়ে-দেয়ে বাড়ি ফেরা

দুর্গাপুজা ও ঈদ দুটো অনুষ্ঠানেই ছিল সবার আনন্দউল্লাসতাইতো এর নাম ছিল সর্বজনীন দুর্গাপুজা ও সর্বজনীন ঈদ এখন দুটো উসব থেকেই সর্বজনীন শব্দটি কেটে দিয়ে ঠোটো জগন্নাথ বানিয়ে রাখা উচিত

এখন জনে জনে ভিন্নতা খুব স্পষ্টভাবে প্রতীয়মানআমি কিন্তু ব্যাক্তিস্বাতন্ত্র্যবোধের কথা বলছি নাএ ভিন্নতার সৃষ্টি জাগতিক হিংসা, দ্বেষ, স্বাথর্পরতা থেকেকেঊ কেঊ ধর্মকে এর উপলক্ষ্য বানায় মাত্র

 বৈচিত্র্যের মাঝে একতার বোধ সৃষ্টি করতে গেলে উদারতার প্রয়োজন, মনের প্রসারতার প্রয়োজননিজের অস্তিত্বের সাথে অন্যের উপস্থিতিকে মিলিয়ে নেয়ার জন্য, মানিয়ে নেয়ার জন্য মনের গভীরতম প্রদেশকে খনন করতে হয়এ খননে রক্তক্ষরণ নেই, আছে ব্যাপকতার আস্বাদনআমার দেশের বেশির ভাগ মানুষই সে আস্বাদন থেকে বঞ্চিত বুঝেও না কী অমৃত থেকে বঞ্চিত তারা!  

স্কুল জীবনে আমার বড্ড খটকা লাগতো মেয়েদের নামের বেশভূষা- সাজসজ্জা দেখেহিন্দু নামের মেয়েদের সাথে সব রাণীগীতা রাণী দাস, শিপ্রা রাণী সাহা, নিরাশা রাণী মন্ডল, রেখা রাণী মোদক, আর মুসলিম মেয়েদের নামের শেষে বেগম, নেছাকদাচি সুলতানারেবেকা সুলতানা, হালিমা বেগম, সুরাইয়া বেগম, কামরুন্নেছা এরা সবাই আমার ক্লাসমেটপুরো বালিকা বিদ্যালয় ও মহিলা মহাবিদ্যালয়  জুড়েই--- এলাকা জুড়েই ছিল এমন নামওদিকে পাশের বালক বিদ্যালয়ের নাম বেলায়েত হোসেন, বিদ্যু কুমার দাস, অমুক খান, তমুক ভুঁইয়া

স্বনামে উজ্জ্বল নক্ষত্র সবমেয়েরা কারো বেগম-নেছা, কারো রাণী, কারো সুলতানা পরবর্তী পর্যায় তাই আমি আমার নাম থেকে রাণীটি ছেঁটে ফেলি চুলকাঁটার মত অধঃস্তন লৈঙ্গিক পরিচয় থেকে নিজেকে মুক্ত করার মানসে ইদানিংকালে অবশ্য আধুনিকায়ন ঘটেছেহিন্দু মেয়েদের রাণী তো কানেই শুনি না, চন্দ্র, কুমারও ভেগে গেছেযেমন ভজন সরকার, অভিজি রায়প্রদীপ দেবজাতিগত পদবীও অনেক ক্ষেত্রে উধাওমুসলিম নামের ক্ষেত্রেও কমে গেছে বেগমের আধিক্যযেমনঃ নাসরীন জাহান, সেলিনা হোসেন, তসলিমা নাসরিন

দেব-দেবীর নামে নাম রাখার প্রচলন ছিল খুবই। আমার নামও সে ঐতিহ্য বহন করে। হিন্দুদের ধর্ম গ্রন্থের নামে নাম। মা বাবার প্রথম সন্তান বলেই এ বোঝা বয়ে বেড়াচ্ছি। আমার বাকি পাঁচ ভাইবোনের নামে ধর্মীয় কোন বোঝা নেই, তবে পদবীর লেজ দেখে ধর্মীয় পরিচয় পাওয়া যায়।

সাতরং এর নন্দিনী হোসেন এর মত।

অন্যদিকে অনেক নাম শুনে তো কোন ধর্মের তাও বুঝার উপায় নেই এবং আমি মনে করি বুঝা উচিতও নয়। নামের মধ্যে ধর্মীয় পরিচয় বয়ে বেড়াতে হবে কেন? সাদ্দামের তথ্য মন্ত্রীর নাম ছিল তারিক আজিজ। অমুসলিম । তবে নামে রয়েছে ইরাকী পরিচয়।

আমাদেরও আগে বাঙালী, পরে ধর্মীয় পরিচয়। আমার ছেলেমেয়েনামই আমি স্ব-ইচ্ছায়---সজ্ঞানে --- স্বজ্ঞানে ধর্মনিরপেক্ষতা প্রকাশ করার মানসে রেখেছি স্কুলে তাদেরকে কোন ধর্মের ক্লাসে বসাবে তা নিয়ে শিক্ষকদের মধ্যে সংশয় ছিল ভর্তির ফরম দেখে জেনেছে তাদের ধর্ম কারণ আমার ছেলের নাম স্বাক্ষর শতাব্দ আর মেয়ের নাম প্রত্যাশা প্রাচুর্য (ডাক নাম চর্যামণি)

মুক্তমনাগোষ্ঠীকে কি নিজেদের প্রজন্মের নামের বেলায় নিদেনপক্ষে ধর্মনিরপেক্ষ নাম রাখার অনুরোধ করতে পারি?

গীতা দাস

ঢাকা

২০ জ্যৈষ্ঠ, ১৪১৫/ জুন, ২০০৮

[email protected]