অদ্ভুত আঁধার নেমেছে এ পৃথিবীতে আজ ...

এবারে জামাতী 'মুক্তিযোদ্ধা' সংগঠন

অভিজি রায়

 

আজকের সমকালের রিপোর্ট থেকে জানা গেল জামাতের মুক্তিযোদ্ধা সংগঠন 'জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ' এবারে রঙ্গমঞ্চে।  রিপোর্টের অংশবিশেষ পাঠকদের জন্য তুলে দেয়া হল ...

এই বিতর্কিত জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদে লাঞ্ছিত হয়েছেন টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী আমান। এই তথাকথিত জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নামধারী শিবিরের ক্যাডারেরা তাকে টেনে হিঁচরে লাথি মেরেই ক্ষান্ত হয়নি, তাকে প্রায় তিন ঘন্টা আটকে রাখা হয়েছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের একটি কক্ষে।  কিন্তু মুক্তিযোদ্ধা আমান মাথা নত করেননি, তিনি বলেছেন আজীবন যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে যাবেন। একুশে টিভিতে তার সাক্ষাকারটি পাঠকদের উদ্দেশ্যে তুলে দেয়া হল -

 



 

 এই টুপি-দাঁড়িওয়ালারা একাত্তরে কি করেছ তা আমরা জানি'নারায়ে তাকবির' কাদের শ্লোগান ছিল আর 'জয় বাংলা' কাদের শ্লোগান ছিল তা আজ স্কুলের ছাত্রও জানে।  যুদ্ধের পর টুপি দাঁড়ি লাগিয়ে 'নারায়ে তাকবির'  ধ্বনি দেওয়া তো পরের কথা, গুহায় আত্মগোপন করে কাটাতে হয়েছিলো দিন এই সমস্ত 'বীর'দের।  আজ তারাই মুক্তিযোদ্ধাদের প্রকাশ্যে লাথি মারার সাহস পায়।  তারাই আজ সেজেছে মুক্তিযুদ্ধের সাচ্চা সৈনিক। জীবনানন্দের কবিতাটি মনে পড়ছে খুব -

অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দ্যাখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই - প্রীতি নেই - করুণার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি...
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।

 

এই জামাতী সংগঠনটির জাতীয় সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন। তিনি বলেছেন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি গর্বিত! র্বই বটে। আমি ঐ অনুষ্ঠানে উপস্থিত সৈয়দ জে আর মোদাচ্ছির সহ অন্যনান্য সুশীল নামদধারী মুখে থুতু দেই। আর অন্তর থেকে শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী আমানকে।

 

অভিজি
সোমবার, জুলাই ১২, ২০০৮
 

 


ডঃ অভিজি রায়, মুক্তমনার প্রতিষ্ঠাতা সম্পাদক; ‘আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী’ ও ‘মহাবিশ্বে প্রাণ ও বুদ্ধিমত্তার খোঁজে' গ্রন্থের লেখক ইমেইল : [email protected]