কবিতা তসলিমা--
[তসলিমা ভারতের প্রতি অভিমানী হয়ে
লিখেছেন-"ভারত বর্ষের উপহার' কবিতাটি
http://taslimanasrin.com/bbondini.pdf
(শেষ কবিতা)। তার উত্তরে এই কবিতা। ]
তসলিমা
হিউয়েং সাং এলেন-সেটা সন ৬৩০
তসলিমা এলেন লজ্জা পায়ে শতাব্দি শুরুর কিছু আগে
অতিথি সৎকারের হিমালয় ঐতিহ্যে
কাপালিক সর্দার হিয়েং সাংকে চড়ালেন বলিকাঠে
ভারতপরিব্রাজক প্রাজ্ঞ শান্ত সমাহিত
"হে বুদ্ধ, আমার আত্মাহূতিতে পূর্ণ হৌক এদের মনোবিলাস--"
সেদিন সন ৬৩০-কাপালিক সর্দার বুঝেছিলেন বলির রক্তে ভরে শুধু ভ্রান্তিকলস
এটা সন ২০০৮-
প্রাজ্ঞ পররাষ্ট্রমন্ত্রী বোঝেন তসলিমার বলির রক্তে উপছে উঠবে ভোটকলস।
শিম্পাজী, হনুমান- আজ ওদের জিরাফমুখ ক্ষমতার সবুজ পাতায়
আমরা 'ভালো আছি' ঘাসে নাক ঘসে মহান ভারতের দিবানিদ্রায়!
মানুষ কে চাই?
না মানুষে, না নেতারা।
না ভারত্মার শবে কাঁধ দেওয়া প্রতিবিবর্তনের মোল্লারা।
না মনুবাদি ঠিকাদাররা।
সম্পূর্ণ ভারতবর্ষ ২০০৮।
ড. বিপ্লব পাল, আমেরিকাতে বসবাসরত পদার্থবিদ, গবেষক এবং লেখক। এক সময় ভিন্নমতের মডারেটর ছিলেন, বর্তমানে www.fosaac.tv সম্পাদনার সাথে জড়িত।