বিজয় দিবস ২০০৭-�?র বিশেষ রচনা
সৌজন�?যেঃ

জামায়াতের নির�?বাহী কমিটির ১৫ সদস�?যের ১১ জনই ছিলেন পাকিস�?তানি বাহিনীর দোসর
নিজস�?ব প�?রতিবেদক

১৯৭১ সালের ২৫ সেপ�?টেম�?বর ম�?ক�?তিয�?দ�?ধ চলাকালে পাকিস�?তান সেনাবাহিনীর সমর�?থনে গঠিত সরকারকে দেওয়া �?ক সংবর�?ধনায় পূর�?ব পাকিস�?তান জামায়াতে ইসলামীর তৎকালীন আমির গোলাম আযম বলেছিলেন, ‘দ�?ষ�?ককৃতকারীদের (ম�?ক�?তিযোদ�?ধা) ধ�?বংসাত�?মক কার�?যকলাপে যেসব পাকিস�?তানি প�?রাণ হারিয়েছে, তাদের মধ�?যে সবচেয়ে বেশি লোকই জামায়াতে ইসলামীর সাথে জড়িত।...পাকিস�?তান যদি না থাকে তাহলে জামায়াতকর�?মীরা দ�?নিয়াতে বে�?চে থাকার কোনো সার�?থকতা মনে করে না।’ ২৬ সেপ�?টেম�?বর জামায়াতে ইসলামীর ম�?খপত�?র দৈনিক সংগ�?রাম পত�?রিকায় �? সংবাদ ছাপা হয়।
অন�?যদিকে জামায়াতের বর�?তমান আমির ও ম�?ক�?তিয�?দ�?ধ চলাকালে জামায়াতের তখনকার ছাত�?র সংগঠন ইসলামী ছাত�?র সংঘের সভাপতি মতিউর রহমান নিজামী ১৯৭১ সালের ১৪ নভেম�?বর দৈনিক সংগ�?রাম-�? ‘বদর দিবস, পাকিস�?তান ও আলবদর’ শিরোনামে �?কটি উপসম�?পাদকীয়তে লেখেন, ‘আমাদের পরম সৌভাগ�?যই বলতে হবে। পাকসেনার সহযোগিতায় �? দেশের ইসলামপ�?রিয় তর�?ণ সমাজ বদর য�?দ�?ধের স�?নৃতিকে সামনে রেখে আলবদর বাহিনী গঠন করেছে।’
জামায়াতের নেতাদের সঙ�?গে কথা বলে জানা গেছে, ম�?ক�?তিয�?দ�?ধের সময় সাংগঠনিক সিদ�?ধান�?তেই জামায়াত বাংলাদেশের স�?বাধীনতার বিরোধিতা করে। দলের সে সময়কার ও বর�?তমানের কেন�?দ�?রীয় নেতাদের প�?রায় সবাই ম�?ক�?তিয�?দ�?ধের সময় পাকিস�?তানি হানাদার বাহিনীর পক�?ষে কাজ করেছেন।
স�?বাধীনতার ৩৬ বছর পরও জামায়াত ম�?ক�?তিয�?দ�?ধের সময়কার ভ�?মিকার জন�?য আজও দ�?ঃখ প�?রকাশ করেনি, বরং সব সময়ই তাদের সেই ভ�?মিকার পক�?ষে প�?রকাশ�?যে য�?ক�?তি দা�?ড় করানোর চেষ�?টা করেছে। নাম প�?রকাশে অনিচ�?ছ�?ক দলের �?কজন সহকারী সেক�?রেটারি জেনারেল প�?রথম আলোকে বলেছেন, ‘যতক�?ষণ �?কটি দেশ আছে, �?কজন দেশপ�?রেমিকের কাজ হচ�?ছে সে দেশের পক�?ষে কথা বলা।’ পরে �?ই বক�?তব�?য ব�?যাখ�?যা করে তিনি বলেন, ‘বাংলাদেশের দক�?ষিণ বা পশ�?চিম অংশ আলাদা হয়ে যেতে চাইলে আপনার দায়িত�?ব হচ�?ছে বাংলাদেশের অখন�?ডতার পক�?ষে কথা বলা। কিন�?ত�? যদি দেশটি ভাগ হয়ে যায়, তাহলে আপনি যে অংশে থাকবেন, সে অংশের পক�?ষে কথা বলবেন। �?কজন স�?নাগরিক হিসেবে �?টাই আপনার দায়িত�?ব।’
গত ২৫ অক�?টোবর নির�?বাচন কমিশনের সঙ�?গে আলোচনার পর জামায়াতের বর�?তমান সেক�?রেটারি জেনারেল আলী আহসান মোহাম�?মাদ ম�?জাহিদ সাংবাদিকদের বলেছিলেন, ‘বাংলাদেশে কোনো স�?বাধীনতাবিরোধী নেই, ছিলও না। �?টা বানোয়াট ও কল�?পনাপ�?রস�?ত।’
বর�?তমান কেন�?দ�?রীয় কমিটির সদস�?যরা: বর�?তমানে জামায়াতের কেন�?দ�?রীয় নির�?বাহী কমিটির ১৫ সদস�?যের মধ�?যে ১১ জনের বির�?দ�?ধেই স�?বাধীনতা বিরোধিতার প�?রমাণ আছে। তা�?রা হলেন−আমির মতিউর রহমান নিজামী, সেক�?রেটারি জেনারেল আলী আহসান ম�?জাহিদ, জ�?যেষ�?ঠ নায়েবে আমির (সহসভাপতি) আব�?ল কালাম মোহাম�?মদ ইউস�?ফ, নায়েবে আমির মকব�?ল আহমেদ, জ�?যেষ�?ঠ সহকারী সেক�?রেটারি জেনারেল ম�?হাম�?মাদ কামার�?জ�?জামান, দ�?ই সহকারী সেক�?রেটারি জেনারেল আবদ�?ল কাদের মোল�?লা ও �? টি �?ম আজহার�?ল ইসলাম �?বং চার শীর�?ষস�?থানীয় নেতা ম�?হাম�?মদ স�?বহান, দেলাওয়ার হোসাইন সাঈদী, আব�? নাসের মোহাম�?মদ আবদ�?জ জাহেদ ও মীর কাসেম আলী (নয়া দিগন�?ত-�?র পরিচালনা বোর�?ডের চেয়ারম�?যান)।
কেন�?দ�?রীয় কমিটির আরও দ�?ই সদস�?য নাজির আহমদ ও রফিউদ�?দিন আহমদ নিজ �?লাকায় স�?বাধীনতাবিরোধী বলে পরিচিত। কমিটির অন�?য দ�?ই সদস�?যের মধ�?যে ব�?যারিস�?টার আবদ�?র রাজ�?জাক ম�?ক�?তিয�?দ�?ধের সময় য�?ক�?তরাজ�?যে ছিলেন, আর রফিক�?ল ইসলাম খান ছিলেন সে সময় অপ�?রাপ�?তবয়স�?ক।
ম�?ক�?তিয�?দ�?ধের সময় পাকিস�?তান সেনাবাহিনীকে সহায়তার জন�?য গঠিত পূর�?ব পাকিস�?তান আলবদর বাহিনীর সর�?বাধিনায়ক হিসেবে মতিউর রহমান নিজামী সারা দেশ সফর করে দলের নেতা-কর�?মীদের পাকিস�?তানের পক�?ষে য�?দ�?ধ করতে উদ�?ব�?দ�?ধ করেছেন। পাকিস�?তান দিবস উপলক�?ষে কার�?জন হলে �?ক আলোচনায় নিজামী বলেছিলেন, ‘...ইসলামী ছাত�?র সংঘের কর�?মীরা দেশের প�?রতি ইঞ�?চি ভ�?মি রক�?ষা করতে দৃ�?প�?রতিজ�?ঞ’ (দৈনিক সংগ�?রাম, ৮ সেপ�?টেম�?বর)। ’৭১ সালের ১১ আগস�?ট ম�?ক�?তিযোদ�?ধাদের আক�?রমণে নিহত পাক সেনাবাহিনীর দোসর মাওলানা মাদানীর স�?নরণে �?ক আলোচনা সভায় ২২ আগস�?ট নিজামী বলেছিলেন, ‘পাকিস�?তানকে যারা বিচ�?ছিন�?ন করতে চায় তারা �? দেশ থেকে ইসলামকেই উৎখাত করতে চায়’ (২৩ আগস�?ট দৈনিক সংগ�?রাম)।
১২ অক�?টোবর দৈনিক সংগ�?রাম-�?র তৃতীয় পাতায় ‘য�?ববাহিনী গঠনের সিদ�?ধান�?ত’ শীর�?ষক �?কটি সংবাদ প�?রকাশিত হয়। �?তে ‘গ�?ন�?ডামি’ মোকাবিলায় �?ই বাহিনী গঠনের সাংগঠনিক উদ�?দেশ�?যের কথা জানানো হয়। �?র কিছ�?দিন পরই গঠিত হয় আলবদর ও আলশামস বাহিনী।
আলী আহসান ম�?জাহিদ ছিলেন আলবদর বাহিনীর অন�?যতম সংগঠক। �?ই বাহিনী ব�?দ�?ধিজীবী হত�?যাসহ ম�?ক�?তিয�?দ�?ধের সপক�?ষ শক�?তির ওপর নানা নৃশংসতা চালায়। ’৭১ সালের ১৭ অক�?টোবর রংপ�?রে পাকিস�?তান ইসলামী ছাত�?র সংঘের �?ক সভায় ম�?জাহিদ আলবদর বাহিনী গড়ে ত�?লতে দলীয় নেতা-কর�?মীদের নির�?দেশ দেন। ২৫ অক�?টোবর ইসলামী ছাত�?র সংঘের �?ক সম�?মেলনে ম�?জাহিদ ‘পাকিস�?তানের ছাত�?র-জনতাকে দ�?ষ�?ককৃতকারী (ম�?ক�?তিযোদ�?ধা) খতম করার দৃ�? অঙ�?গীকার নিয়ে �?গিয়ে আসার আহ�?বান জানান’ (দৈনিক সংগ�?রাম, ২৬-১০-৭১)।
জামায়াতের জ�?যেষ�?ঠ সহকারী সেক�?রেটারি জেনারেল মোহাম�?মাদ কামার�?জ�?জামানের তত�?ত�?বাবধানে ম�?ক�?তিয�?দ�?ধকালে বৃহত�?তর ময়মনসিংহে আলবদর বাহিনী গঠিত হয়। ১৯৭১ সালের ১৬ আগস�?ট দৈনিক সংগ�?রাম-�?র �?কটি প�?রতিবেদনে কামার�?জ�?জামানকে ময়মনসিংহ জেলা আলবদর বাহিনীর প�?রধান সংগঠক হিসেবে উল�?লেখ করা হয়।
আমাদের শেরপ�?র প�?রতিনিধি দেবাশীষ সাহা রায় জানিয়েছেন, ১৯৭১ সালের ২৪ আগস�?ট শেরপ�?র সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের খরখরিয়া গ�?রামের গোলাম মোস�?তফাকে ম�?ক�?তিযোদ�?ধাদের তথ�?য দিয়ে সহায়তা করার ‘অপরাধে’ স�?থানীয় মৃগী নদীর ওপর নির�?মিত শেরী সেত�?র ওপর নিয়ে হত�?যা করে আলবদরেরা।
গোলাম মোস�?তফার ভাই মোশাররফ হোসেন ওরফে মানিক প�?রথম আলোকে জানান, �? ঘটনার আগের দিন মোস�?তফার সঙ�?গে আব�?ল কাসেম নামের �?ক ব�?যক�?তিকেও ধরে নিয়ে যায় আলবদরেরা। পরদিন মোস�?তফার সঙ�?গে তা�?কেও গ�?লি করা হলে গ�?লি খানিকটা লক�?ষ�?যভ�?রষ�?ট হয়ে আব�?ল কাসেমের হাতে লাগে। পরে তিনি পানিতে পড়ে যান �?বং সা�?তরে ক�?লে ওঠেন। আব�?ল কাসেম পরে মানিককে জানিয়েছেন, কামার�?জ�?জামানের নির�?দেশেই সেদিন তা�?দের গ�?লি করা হয়।
জামায়াতের সহকারী সেক�?রেটারি জেনারেল �? টি �?ম আজহার�?ল ইসলাম আলবদর বাহিনীর রাজশাহী জেলা শাখার প�?রধান ছিলেন (ম�?ক�?তিয�?দ�?ধের প�?রেক�?ষাপটে ব�?যক�?তির অবস�?থান, �? �?স �?ম সামছ�?ল আরেফিন পৃ-৪৩০)। ১৯৭১ সালের ১৭ অক�?টোবর রংপ�?রের যে সভায় ম�?জাহিদ আলবদর বাহিনী প�?রতিষ�?ঠার নির�?দেশ দেন, সেই সভায় সভাপতিত�?ব করেন �? টি �?ম আজহার। ম�?ক�?তিয�?দ�?ধ চলাকালে পূর�?ব পাকিস�?তান স�?বরাষ�?ট�?র মন�?ত�?রণালয়ের গোপন দলিল ‘ফর�?টনাইটলি সিক�?রেট রিপোর�?ট অন দ�?য সিচ�?য়েশন ইন ইস�?ট পাকিস�?তান’-�?র অক�?টোবরের দ�?বিতীয় ভাগের প�?রতিবেদনে (১৩ নভেম�?বর ১৯৭১ স�?বরাষ�?ট�?রসচিব স�?বাক�?ষরিত) �?ই বিষয়টি উল�?লেখ আছে।
আরেক সহকারী সেক�?রেটারি জেনারেল আবদ�?ল কাদের মোল�?লা ম�?ক�?তিয�?দ�?ধ চলাকালে রাজাকার বাহিনীর সমন�?বয়কারী হিসেবে দায়িত�?ব পালন করেন (ম�?ক�?তিয�?দ�?ধের প�?রেক�?ষাপটে ব�?যক�?তির অবস�?থান, পৃ-৪৩০)। ম�?ক�?তিয�?দ�?ধ চলাকালে তিনি জামায়াতের নেতাদের নিয়ে �?কাধিকবার টিਆা খানের সঙ�?গে দেখা করেন বলে ওই সময় প�?রকাশিত বিভিন�?ন সংবাদপত�?রের প�?রতিবেদনে দেখা যায়।
জামায়াতের জ�?যেষ�?ঠ নায়েবে আমির আব�?ল কালাম মোহাম�?মদ ইউস�?ফ ১৯৭১ সালের মে মাসে খ�?লনার খানজাহান আলী সড়কের �?কটি আনসার ক�?যাম�?পে ৯৬ জন জামায়াতকর�?মী নিয়ে প�?রথম রাজাকার বাহিনী গঠন করেন। তখন �? সংবাদ দৈনিক সংগ�?রাম পত�?রিকায় ছাপা হয়। ২৮ নভেম�?বর করাচিতে সাংবাদিকদের তিনি বলেন, ‘রাজাকাররা আমাদের বীর সেনাবাহিনীর সাথে কা�?ধে কা�?ধ মিলিয়ে ভারতীয় হামলার মোকাবিলা করছে।’ তিনি রাজাকারদের হাতে আরও আধ�?নিক অস�?ত�?র দেওয়ার দাবি জানান। ম�?ক�?তিয�?দ�?ধের সময় তিনি পূর�?ব পাকিস�?তান সরকারের অর�?থমন�?ত�?রী ছিলেন।
জামায়াতের নায়েবে আমির মকব�?ল আহমেদ চট�?টগ�?রাম বিভাগীয় শান�?তি কমিটির প�?রধান সমন�?বয়কের দায়িত�?ব পালন করেন (ম�?ক�?তিয�?দ�?ধের প�?রেক�?ষাপটে ব�?যক�?তির অবস�?থান, পৃ-৪৩০)। আমাদের ফেনী প�?রতিনিধি আব�? তাহের জানান, মকব�?ল আহমদ ’৭১ সালের ১০ আগস�?ট রেডিও পাকিস�?তান চট�?টগ�?রামের ডিউটি অফিসার ইনচার�?জ ফজল�?ল হককে লেখা �?ক চিঠিতে ফেনীর তাকিয়াবাড়ীর মাওলানা সৈয়দ ওয়ায়েজউদ�?দিনকে (পূর�?ব পাকিস�?তান ছাত�?র ইউনিয়নের (মেনন) সহসভাপতি) ম�?ক�?তিবাহিনীর তথ�?যদাতা উল�?লেখ করে জামায়াতের বিশেষ ক�?যাডেট কমান�?ডার শাহজালাল ও নওশেরের সহযোগিতায় তা�?কে খ�?�?জে বের করার নির�?দেশ দেন। �? জন�?য তিনি ফেনী শহর রাজাকার কমান�?ডার হানিফ ও উপদেষ�?টা মাওলানা মোস�?তফাকে চট�?টগ�?রামে পাঠান। পরে ১৭ আগস�?ট চট�?টগ�?রামের রিয়াজউদ�?দিন বাজার থেকে ওয়ায়েজউদ�?দিনকে �?কটি জিপে ত�?লে করে নিয়ে যায় রাজাকারেরা। �?রপর তা�?র আর কোনো খো�?জ পাওয়া যায়নি। স�?বাধীনতার পর স�?থানীয় ম�?ক�?তিযোদ�?ধা সংসদ চিঠিটি বাংলায় অন�?বাদ করে বিলি করে।
নির�?বাহী কমিটির সদস�?য মাওলানা মোহাম�?মদ স�?বহান ম�?ক�?তিয�?দ�?ধের সময় পাবনার শান�?তি কমিটির প�?রধান ছিলেন। পাবনা থেকে আমাদের নিজস�?ব প�?রতিবেদক ফার�?ক হোসেন চৌধ�?রী জানান, ’৭১ সালের জ�?ন মাসে মাওলানা স�?বহানের নেতৃত�?বে পাবনায় ম�?ক�?তিয�?দ�?ধের অন�?যতম সংগঠক মাওলানা কাসিমউদ�?দিনকে হত�?যা করে শান�?তি কমিটির সদস�?যরা। মাওলানা স�?বহানের বির�?দ�?ধে অনেক হত�?যা-নির�?যাতনের অভিযোগ �?নেছেন পাবনার �?কাধিক ম�?ক�?তিযোদ�?ধা কমান�?ডার। তা�?রা জানান, স�?বাধীনতার ৩৬ বছর পরও মাওলানা স�?বহানকে তা�?রা ভয় করেন। �? কারণে তা�?রা পরিচয় প�?রকাশ করবেন না।
নির�?বাহী কমিটির আরেক সদস�?য ও ইসলামী ব�?যাংকের চেয়ারম�?যান আব�? নাসের মোহাম�?মদ আবদ�?জ জাহের ’৭১ সালে চট�?টগ�?রাম বিশ�?ববিদ�?যালয় ইসলামী ছাত�?র সংঘের সভাপতি ও চট�?টগ�?রাম বদরবাহিনীর জেলাপ�?রধানের দায়িত�?ব পালন করেন (ম�?ক�?তিয�?দ�?ধের প�?রেক�?ষাপটে ব�?যক�?তির অবস�?থান, পৃ-৪২৯)। ২ আগস�?ট চট�?টগ�?রামের ম�?সলিম হলে �?ক সমাবেশে তিনি বলেন, ‘ভারতের সকল চক�?রান�?ত নস�?যাৎ করে পাকিস�?তান টিকিয়ে রাখার জন�?য আমরা চেষ�?টা চালিয়ে যাব।’ (ম�?ক�?তিয�?দ�?ধের চেতনা বিকাশ কেন�?দ�?র কর�?তৃক প�?রকাশিত �?কাত�?তরের ঘাতক দালালরা কে কোথায় বইয়ের ১৩০ পৃষ�?ঠা)
নির�?বাহী কমিটির আরেক সদস�?য মীর কাসেম আলী �?কই সভায় বলেন, ‘গ�?রামগঞ�?জের প�?রতিটি �?লাকায় খ�?�?জে খ�?�?জে শত�?র�?র শেষ চিহ�?ন ম�?ছে ফেলতে হবে।’ কাসেম আলী ছিলেন আলবদর বাহিনীর �?কজন কেন�?দ�?রীয় সংগঠক (�?কাত�?তরের ঘাতক দালালরা কে কোথায়, পৃষ�?ঠা-১৩০)।
সাবেক সাংসদ ও নির�?বাহী কমিটির আরেক সদস�?য দেলাওয়ার হোসাইন সাঈদীও স�?বাধীনতাবিরোধী �?কজন চিহ�?নিত ব�?যক�?তি। ম�?ক�?তিয�?দ�?ধ চলাকালে পিরোজপ�?র মহক�?মার (বর�?তমানে জিয়ানগর উপজেলা) পারেরহাট বন�?দরের মদন পালের দোকান ল�?টের অভিযোগ আছে সাঈদীর বির�?দ�?ধে। স�?থানীয় লোকজন ও কয়েকজন ম�?ক�?তিযোদ�?ধা কমান�?ডার �? অভিযোগ �?নেছেন।
’৭১-�?র কেন�?দ�?রীয় নেতারা: পূর�?ব পাকিস�?তান জামায়াতের আমির গোলাম আযম, সাধারণ সম�?পাদক আবদ�?ল খালেক, নির�?বাহী কমিটির দ�?ই সদস�?য (পরবর�?তীতে ভারপ�?রাপ�?ত আমির) আব�?বাস আলী খান ও আব�?ল কালাম মোহাম�?মদ ইউস�?ফ (বর�?তমান জ�?যেষ�?ঠ নায়েবে আমির), প�?রচার সম�?পাদক মাওলানা ন�?র�?জ�?জামান, নায়েবে আমির (সহসভাপতি) আবদ�?র রহীম প�?রম�?খের বির�?দ�?ধে পাকিস�?তান সেনাবাহিনীর সহযোগিতার প�?রমাণ আছে।
১৯৭১ সালের �?প�?রিল মাসের শেষদিকে শান�?তি কমিটি গঠনের লক�?ষ�?যে সে সময়কার প�?রাদেশিক গভর�?নর ন�?র�?ল আমিনের বাসায় বৈঠকে জামায়াতের পক�?ষ থেকে গোলাম আযম প�?রতিনিধিত�?ব করেন। গোলাম আযম তা�?র আত�?মজীবনী জীবনে যা দেখলাম-�?র তৃতীয় খন�?ডে ১৫৬ পৃষ�?ঠায় �? তথ�?য দিয়েছেন।
১৬ অক�?টোবর বায়ত�?ল মোকাররমের উত�?তর গেটে জামায়াতের সমাবেশে গোলাম আযম বলেন, ‘জামায়াতে ইসলামী গোটা পাকিস�?তানে স�?বাভাবিকতা ফিরিয়ে আনার জন�?য নিরলসভাবে শান�?তি কমিটির মাধ�?যমে কাজ করছে।’ (১৭ অক�?টোবর দৈনিক সংগ�?রাম)।
১৪ অক�?টোবর দৈনিক সংগ�?রাম-�? �?কটি বিবৃতিতে আবদ�?ল খালেক বলেন, ‘রেজাকাররা সামরিক আইন কর�?তৃপক�?ষের সরাসরি নিয়ন�?ত�?রণাধীনে কাজ করছে।... তাদেরকে প�?রশংসা না করে কিছ�?সংখ�?যক লোক তাদের বির�?দ�?ধে অভিযোগ উত�?থাপন করেছেন।’
আব�?বাস আলী খান ম�?ক�?তিয�?দ�?ধ চলাকালে পাকিস�?তান সেনাবাহিনীর পক�?ষে গঠিত পূর�?ব পাকিস�?তান সরকারের শিক�?ষামন�?ত�?রী ছিলেন। ২৫ জ�?ন তৎকালীন পূর�?বদেশ পত�?রিকায় �?কটি সংবাদে বলা হয়, ‘বগ�?ড়া জেলার জয়প�?রহাট মহক�?মায় জনাব আব�?বাস আলী খানের নেতৃত�?বে পনের সদস�?যবিশিষ�?ট মহক�?মা শান�?তি কমিটি গঠিত হয়েছে।’ ১৪ আগস�?ট পাকিস�?তানের ‘আজাদী দিবসে’ জয়প�?রহাটে রাজাকার ও প�?লিশ বাহিনীর সম�?মিলিত ক�?চকাওয়াজে সভাপতির ভাষণে তিনি বলেন, ‘রাজাকাররা বিচ�?ছিন�?নতাবাদীদের সমূলে ধ�?বংস করে দিতে জান কোরবান করতে বদ�?ধপরিকর।’
মাওলানা আবদ�?র রহিম ২৫ সেপ�?টেম�?বর হোটেল �?ম�?পায়ারে মালেক সরকারকে দেওয়া সংবর�?ধনা শেষে পাকিস�?তানের অখন�?ডতা রক�?ষায় মোনাজাত করেন (দৈনিক পাকিস�?তান, ২৬ সেপ�?টেম�?বর)।
ম�?ক�?তিয�?দ�?ধ চলাকালে জামায়াতের প�?রচার সম�?পাদক মওলানা ন�?র�?জ�?জামান ঢাকা জেলা রাজাকার বাহিনীর সংগঠক ছিলেন বলে ম�?ক�?তিয�?দ�?ধের প�?রেক�?ষাপটে ব�?যক�?তির অবস�?থান বইয়ে উল�?লেখ আছে (পৃ-৪২৭)।
[প�?রথম আলো, ১৭ ডিসেম�?বর, ২০০৭]

[আর�?কাইভের বাংলা সেক�?‌শনের মেইন পেজ-�? ফিরে যেতে �?খান ক�?লিক কর�?ন]