য�?দ�?ধাপরাধীদের বিচার শ�?র�?র আহ�?বান জানাবে অ�?যামনেস�?টি ইন�?টারন�?যাশনাল
মতবিনিময় সভায় মহাসচিব আইরিন খান
নিজস�?ব প�?রতিবেদক
১৯৭১ সালে সংঘটিত য�?দ�?ধাপরাধে অভিয�?ক�?তদের বিচার-প�?রক�?রিয়া শ�?র�?র জন�?য সরকারের প�?রতি আহ�?বান জানাবে আন�?তর�?জাতিক মানবাধিকার সংগঠন অ�?যামনেস�?টি ইন�?টারন�?যাশনাল। �?কই সঙ�?গে মান�?ষের মত প�?রকাশের অধিকার নিশ�?চিত করা �?বং মানবাধিকার কমিশন গঠন, প�?লিশ বাহিনীর সংস�?কার, বিচার বিভাগ শক�?তিশালীকরণসহ মানবাধিকারের উন�?নয়নে বিভিন�?ন স�?পারিশ সরকারের কাছে ত�?লে ধরবে অ�?যামনেস�?টি।
বাংলাদেশে গতকাল শনিবার থেকে পা�?চ দিনব�?যাপী অ�?যামনেস�?টি ইন�?টারন�?যাশনালের প�?রথম প�?রচারণামূলক অন�?ষ�?ঠানের শ�?র�?তে মতবিনিময়ের সময় সংগঠনের মহাসচিব আইরিন খান �?সব কথা বলেন। বাংলাদেশে জর�?রি আইন জারির �?ক বছর উপলক�?ষে অ�?যামনেস�?টি �? কর�?মস�?চি চালাচ�?ছে। �? সময় সরকারের কর�?মকান�?ড সম�?পর�?কে তারা �?কটি স�?পারিশ প�?রতিবেদন সরকারের হাতে ত�?লে দেবে।
গতকাল সকালে রাজধানীর আগারগা�?ওয়ের �?লজিইডি ভবনে অন�?ষ�?ঠিত "মান�?ষের আত�?মমর�?যাদা বিষয়ে প�?রচারণা" শীর�?ষক মতবিনিময় সভায় মাঠপর�?যায়ে কর�?মরত �?নজিও ও উন�?নয়ন কর�?মকান�?ডে সম�?পৃক�?ত বিশেষজ�?ঞদের মতামত গ�?রহণ করে অ�?যামনেস�?টি। বেসরকারি উন�?নয়ন সংস�?থা "মান�?ষের জন�?য"র সহযোগিতায় �?ই মতবিনিময় সভা হয়।
মান�?ষের জন�?যর নির�?বাহী পরিচালক শাহীন আনামের সভাপতিত�?বে আলোচনায় দেশের মানবাধিকার পরিস�?িথতি, সমস�?যা ও সম�?ভাবনা �?বং করণীয় সম�?পর�?কে বিস�?তারিত ত�?লে ধরে বক�?তব�?য রাখেন শাহরিয়ার কবির, ড. আইন�?ন নিশাত, ড. আতিউর রহমান, অধ�?যাপক মাহম�?দা ইসলাম, ড. মেঘনা গ�?হঠাক�?রতা, শিপা হাফিজা, মেসবাহ কামাল, অ�?যারোমা দত�?ত, মোশাররফ হোসেন, রবিন সরেন, মিলন ক�?মার দাস, রঞ�?জন কর�?মকার প�?রম�?খ।
আইরিন খান বলেন, বাংলাদেশের সরকার বলছে, তারা নত�?নভাবে দেশকে গড়ে ত�?লবে। তাদের �? কাজে অবশ�?যই তারা আন�?তর�?জাতিক আইনের প�?রতি শ�?রদ�?ধা দেখাবে �?বং মেনে চলবে, সেটা সবাই আশা করে।
সরকার ন�?যায়বিচার ও মানবাধিকার প�?রতিষ�?ঠার প�?রাতিষ�?ঠানিক সংস�?কারের কথা বলছে উল�?লেখ করে অ�?যামনেস�?টির মহাসচিব বলেন, �? লক�?ষ�?যে গত �?ক বছরে কতটা অগ�?রগতি হয়েছে, নির�?বাচনের আগে কতটা অগ�?রগতি হবে, �?বং গণতান�?ত�?রিকভাবে নির�?বাচিত সরকার ক�?ষমতায় �?সে কীভাবে �?ই পরিবর�?তন আনবে, তা নিয়ে বর�?তমান সরকার ও রাজনৈতিক দলগ�?লোর সঙ�?গে আলোচনা করবেন তা�?রা। �?কই সঙ�?গে মানবাধিকার পরিস�?িথতির উন�?নয়ন, মানবাধিকারকর�?মীদের রক�?ষা প�?রভৃতি ক�?ষেত�?রে করণীয় সম�?পর�?কে গবেষণার জন�?য মতামত নেবে অ�?যামনেস�?টি।
কারও প�?রতি স�?নির�?দিষ�?ট অভিযোগ না ত�?লে আইরিন খান বলেন, বাংলাদেশে তো বটেই, পাকিস�?তান বা বিশ�?বের অন�?য কোনো দেশেও যদি �?কাত�?তরের য�?দ�?ধাপরাধীরা থাকেন, তাহলে তা�?র বিচার করা উচিত। ১৯৭১ সাল থেকে আজ পর�?যন�?ত যা�?রা অপরাধের জন�?য দন�?ডম�?ক�?তি (ইম�?পিউনিটি) উপভোগ করেছেন, তা�?দের সবাইকেই বিচারের সম�?ম�?খীন করতে হবে।
আইরিন খান বলেন, জর�?রি অবস�?থার মধ�?যেও মান�?ষের কী অধিকার থাকবে, তার স�?নির�?দিষ�?ট রূপরেখা আন�?তর�?জাতিক আইনে আছে। �? আইন মেনে চলতে হবে। জর�?রি আইনের সঙ�?গে মানবাধিকার লঙ�?ঘনের কোনো সরাসরি সম�?পর�?ক নেই উল�?লেখ করে তিনি বলেন, জর�?রি আইন চলার সময় মানবাধিকার পরিস�?িথতি ভালো করা সম�?ভব।
মহাসচিব বলেন, কথা বলার স�?বাধীনতা থাকতে হবে। ঢাকা বিশ�?ববিদ�?যালয়ের শিক�?ষকেরা ছাত�?রদের পক�?ষে কথা বলেছেন বলে তা�?দের বির�?দ�?ধে মামলা হয়েছে। বিচার চলছে। �?টা হতে পারে না। প�?রত�?যেকের কথা বলার, ভাব-প�?রকাশের স�?বাধীনতা থাকতে হবে। বিচারের ক�?ষেত�?রে বৈষম�?য হচ�?ছে কি না, সে বিষয়টিও সরকারের সামনে ত�?লে ধরা হবে। �?কই সময়ে কেউ রাস�?তায় মিছিল করলে বিচারের সম�?ম�?খীন করা হচ�?ছে, আবার কাউকে কাউকে আটকও করা হচ�?ছে না।
আইরিন খান বলেন, বিচারবহির�?ভ�?ত হত�?যাকান�?ডের বিচার, নির�?যাতন, ভাব-প�?রকাশের স�?বাধীনতা রোধ প�?রভৃতি বিষয়ে ব�?যবস�?থা নেওয়ার জন�?য সরকারের কাছে স�?পারিশ ত�?লে ধরা হবে। সেনাসদস�?য, র�?যাব বা প�?লিশ, কেউ যেন ছাড় না পায় তা নিশ�?চিত করার আহ�?বান জানান তিনি।
কারাগারে আটক দ�?ই নেত�?রীর জামিনের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে আইরিন খান বলেন, শ�?ধ�? রাজনৈতিক নেতা নয়, সব মান�?ষের অধিকার নিশ�?চিত করতে হবে। সবাইকে সমান দৃষ�?টিতে দেখতে হবে।
আইরিন খান বলেন, প�?রথম আলোর কার�?ট�?নিস�?ট আরিফকে "বিবেক-বন�?দী" হিসেবে গ�?রহণ করেছে অ�?যামনেস�?টি। তার ম�?ক�?তির জন�?যও অ�?যামনেস�?টি উদ�?যোগ নেবে। সরকারের কাছেও তা�?রা বিষয়টি ত�?লে ধরবেন।
অ�?যামনেস�?টি মহাসচিবের উপদেষ�?টা ডেভিড পেট�?রাসেক বলেন, দারিদ�?র�?য দ�?র করে সাধারণ মান�?ষের পক�?ষে বিচারের আশ�?রয় লাভ সহজ করা মানবাধিকার প�?রতিষ�?ঠার জন�?য জর�?রি।
ড. মেঘনা গ�?হঠাক�?রতা ধর�?মীয় ও সাংস�?কৃতিক সংখ�?যালঘ�?দের প�?রতি বৈষম�?য দ�?র করার আহ�?বান জানান।
ড. আইন�?ন নিশাত বলেন, কেউ ছ�?টি কাটাতে স�?ইজারল�?যান�?ড যাবেন, আর কেউ খাবারের জন�?য বিডিআর মার�?কেটে লাইন ধরে দা�?ড়াবেন, তাহলে লাগসই উন�?নয়ন সম�?ভব নয়।URL : http://www.prothom-alo.com/print.php?t=h&nid=MTMwNzQ=
সৌজন�?যেঃ ম�?ক�?তমনা ম�?ক�?তিয�?দ�?ধ আর�?কাইভ