বিজয় দিবস ২০০৭-�?র বিশেষ রচনা
সৌজন�?যেঃ

মার�?কিন য�?ক�?তরাষ�?ট�?রের জাতীয় আর�?কাইভ থেকে

গ�?রিক ট�?র�?যাজেডির শেষ অঙ�?কে যেমন ঘটনা অভিনব কায়দায় মোড় নেয়, বাংলাদেশের স�?বাধীনতায�?দ�?ধের শেষ পর�?বে পক�?ষে-বিপক�?ষে জড়িত শক�?তিগ�?লোর মধ�?যে তেমনি মোড় নেওয়া লক�?ষ করা যায়। তারই সাক�?ষ�?য বহন করছে মার�?কিন পররাষ�?ট�?র দপ�?তরের গোপন নথিগ�?লো। ১৪ ডিসেম�?বর থেকে ১৬ ডিসেম�?বর অবধি পাকিস�?তানের আত�?মসমর�?পণ �?বং স�?বাধীন বাংলাদেশ রাষ�?ট�?রের বিজয়ী অভ�?য�?দয়ের পেছনের টানাপোড়েন �? দলিলগ�?লোর ছত�?রে ছত�?রে প�?রকাশিত। �?খানে ‘ফরেন রিলেশনস অব দ�?য ইউনাইটেড স�?টেটস’ গ�?রন�?েথর ‘সাউথ �?শিয়া ক�?রাইসিস, ১৯৭১’ থেকে নির�?বাচিত অংশের অন�?বাদ দেওয়া হলো 

পাকিস�?তানে মার�?কিন দ�?তাবাস থেকে মার�?কিন পররাষ�?ট�?র দপ�?তরে পাঠানো তারবার�?তা

ইসলামাবাদ, ১৪ ডিসেম�?বর ১৯৭১, ১৩২১ জেড
বিষয়: য�?দ�?ধবিরতি প�?রসঙ�?গে প�?রেসিডেন�?ট ইয়াহিয়ার সঙ�?গে আলোচনা।

১. সারমর�?ম: প�?রেসিডেন�?ট ইয়াহিয়া জানিয়েছেন, পূর�?ব পাকিস�?তানের সামরিক পরিস�?িথতির হতাশাব�?যঞ�?জক অবনতি ঘটেছে। তিনি সেখানকার নৈরাজ�?যকর পরিস�?িথতি বিষয়ে গভর�?নর মালেকের ১৩ ডিসেম�?বরের প�?রতিবেদনটি আমাকে দিলেন। যেহেত�? সামরিক পরিস�?িথতির উন�?নতির সম�?ভাবনা নেই �?বং মানবিক পরিস�?িথতিও নাজ�?ক, সেহেত�? তিনি জাতিসংঘে য�?দ�?ধবিরতি �?বং সৈন�?য প�?রত�?যাহারের প�?রস�?তাব আনার ক�?ষেত�?রে ভ�?ট�?টোকে যথাসম�?ভব স�?বাধীনতা দিয়েছেন। সারমর�?মের সমাপ�?তি।
২. ১৪ ডিসেম�?বর স�?থানীয় সময় ১১:৩০ মিনিটে আমি প�?রেসিডেন�?ট ইয়াহিয়ার বাসভবনে তা�?র সঙ�?গে সাক�?ষাৎ করি। আমাদের কথোপকথন চলে �?ক ঘণ�?টা ৪৫ মিনিট। �?র অধিকাংশ সময় পররাষ�?ট�?রমন�?ত�?রী স�?লতান খান উপস�?িথত ছিলেন।
৩. প�?রেসিডেন�?ট ইয়াহিয়াকে আমি জানালাম যে, ঢাকা থেকে আমি আমার কনসাল জেনারেল হার�?বার�?ট �? স�?পিভাক-�?র টেলিগ�?রাম পেয়েছি। তিনি আমাকে জানিয়েছেন, তা�?কে আজ সকালে গভর�?নর আবদ�?ল মোতালেব মালেক টেলিফোন করেছিলেন। তখন তিনি বলেছেন যে, তিনি �?বং মেজর জেনারেল রাও ফরমান আলী তা�?র কাছে (স�?পিভাক) য�?দ�?ধবিরতির জন�?য কিছ�? স�?নির�?দিষ�?ট প�?রস�?তাবের খসড়া পেশ করতে যাচ�?ছেন। তিনি (মালেক) জানিয়েছেন যে, যেহেত�? পরিস�?িথতি নিতান�?তই খারাপ হয়ে পড়েছে, সেহেত�? �?কটা য�?দ�?ধবিরতি খ�?বই প�?রয়োজন। মালেক কনসাল জেনারেলকে আশ�?বস�?ত করেছেন যে, প�?রস�?তাবগ�?লোয় তাদের স�?বাক�?ষর য�?ক�?ত করা থাকবে �?বং প�?রেসিডেন�?ট ইয়াহিয়ার সম�?মতিও সংবলিত হবে। �?র কিছ�? পরেই কনসাল জেনারেল স�?পিভাকের কাছ থেকে আমি আরেকটি বার�?তা পাই। তাতে গভর�?নর মালেকের বরাত দিয়ে বলা হয়েছে, ‘জেনারেল নিয়াজি জানিয়েছেন, যেহেত�? কেন�?দ�?রীয় সরকার ও রাষ�?ট�?রদ�?ত ফারল�?যান�?ডের মধ�?যে য�?দ�?ধবিরতি বিষয়ে আলোচনা চলছে, সেহেত�? আমার (মালেক) তরফ থেকে প�?রস�?তাবগ�?লো আর পাঠানোর দরকার নেই।’
৪. তারপর আমি ইয়াহিয়াকে জিজ�?ঞাসা করি, ডিসেম�?বরের ১২ তারিখে আমাদের শেষ কথাবার�?তায় তিনি আমাকে জানিয়েছিলেন যে, য�?দ�?ধবিরতি প�?রশ�?নে ‘সেই পরিস�?িথতিতে যৌক�?তিক সব কিছ�?’ করতে তিনি প�?রস�?ত�?ত। আমি তার কাছে জানতে চাইলাম আগের সেই সংলাপের পরে �?বং তার বাইরে জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ�?ধান�?তের বাইরে যাওয়ার কোনো চিন�?তা পাকিস�?তান সরকারের থেকে থাকলে তার প�?রস�?ত�?তি তাদের আছে কি না।
৫. ইয়াহিয়া বললেন, পূর�?ব পাকিস�?তানের পরিস�?িথতি দিনকে দিন খারাপ হচ�?ছে। �?বং যা ভাবা হয়েছিল অবনতির গতি তার থেকেও বেশি। পাশাপাশি, যে মাত�?রায় রক�?তপাত ঘটছে, মানবিক কারণেও তা থামানো দরকার। �?বং তিনি আমাকে অবগত করতে চাইলেন যে, সামরিক ও বেসামরিক জনগণের হানাহানিতে �?ত মান�?ষ নিহত হচ�?ছে যে, তা দ�?বিতীয় বিশ�?বয�?দ�?ধের ‘হলোকাস�?ট’-�?র মাত�?রায় পৌ�?ছতে যাচ�?ছে।
৬. আমাদের আগের আলোচনাগ�?লোতে ইয়াহিয়া স�?পষ�?ট করেছিলেন যে, স�?নির�?দিষ�?ট কোনো প�?রসঙ�?গ ছাড়াই য�?দ�?ধবিরতির বিষয়টি কেবল সাধারণভাবে আলোচিত হয়েছে। কিন�?ত�? �?খনকার পরিস�?িথতি দাবি করে যে, পাকিস�?তান সরকারের স�?নির�?দিষ�?ট চাহিদাগ�?লো সম�?পর�?কে য�?ক�?তরাষ�?ট�?র সরকার অবগত থাক�?ক। �?রই ধারাবাহিকতায় ইয়াহিয়া বলেন, আমি যাতে আজ সকালে তা�?র সঙ�?গে দেখা করার অন�?রোধ জানাই, আমার ফোন পাওয়ার সময় তিনি সেই প�?রক�?রিয়ায় নিয়োজিত ছিলেন।
৭. তিনি �?ও জানালেন যে, �?ই সকালেই তিনি গভর�?নর মালেককে ডেকে পাঠানোর চেষ�?টা নিয়েছিলেন। কিন�?ত�? যোগাযোগব�?যবস�?থার প�?রায় প�?রোটাই অকার�?যকর থাকায় তার সঙ�?গে সন�?তোষজনক আলোচনা সম�?পন�?ন হতে পারেনি। �?র সঙ�?গে তিনি যোগ করলেন যে, গভর�?নরের তরফ থেকে আগের দিন তা�?র কাছে যে বার�?তা আসে, তা-ই তা�?কে নত�?ন করে ভাবিয়েছে �?বং প�?নর�?বিবেচনায় চালিত করেছে। তিনি সেটা পড়লেন �?বং আমার অন�?রোধে �?কটি কপি আমাকে দিলেন। তিনি চাইলেন আমি যেন �?টি আমাদের পররাষ�?ট�?র দপ�?তরে পাঠিয়ে দিই। ইসলামাবাদ থেকে আমি সেটি রেফটেলে পাঠিয়ে দিয়েছি।
৮. স�?তরাং পূর�?ব পাকিস�?তানের সামরিক পরিস�?িথতির নৈরাজ�?য ও অপূরণীয় অবনতি �?বং সীমাহীন মানবিক পরিস�?িথতির বিবেচনায় তিনি �?খন য�?দ�?ধবিরতি ও সৈন�?য প�?রত�?যাহারের দৃ�? সিদ�?ধান�?ত নিয়েছেন। �? অবস�?থায় �?টা কার�?যকর করার জন�?য উপপ�?রধানমন�?ত�?রী ও পররাষ�?ট�?রমন�?ত�?রীর পদবীধারী ভ�?ট�?টোকে জাতিসংঘের কাছে প�?রস�?তাব তোলার জন�?য সম�?ভাব�?য ব�?যাপক স�?বাধীনতাও দিয়েছেন। তিনি আরও বললেন, তা�?র পররাষ�?ট�?র দপ�?তর ভ�?ট�?টোর দায়িত�?ব বিষয়ে �? অন�?যায়ী তা�?কে বিশদভাবে জানানোর ব�?যবস�?থা নিয়েছে। ইয়াহিয়া আরও বললেন, ভ�?ট�?টো জাতিসংঘে মার�?কিন রাষ�?ট�?রদ�?ত ব�?শের সঙ�?গে যোগাযোগ রাখবেন �?বং তা�?কে �? বিষয়ক প�?রতিবেদনের সারমর�?ম জানাবেন। �? পর�?যায়ে আমি তা�?র কাছে ভ�?ট�?টোর মিশন সম�?পর�?কে বিশদভাবে জানার আগ�?রহ প�?রকাশ করলে ইয়াহিয়া বললেন, ভ�?ট�?টোর কাছে পাঠানো বার�?তা পররাষ�?ট�?র দপ�?তরের পরিভাষায় প�?রণীত হয়েছে। তবে তাতে যা বলা হয়েছে তার সারমর�?ম হচ�?ছে, ‘�? পরিস�?িথতিতে সর�?বোত�?তম যা করা সম�?ভব তা-ই করবেন।’
৯. ইয়াহিয়া �?ই বলে আমাদের সংলাপের ইতি টানলেন যে, �?ই বৈঠকের পরামর�?শ �?বং ভ�?ট�?টোকে অবাধ ক�?ষমতা দেওয়ার সিদ�?ধান�?ত সম�?পর�?কে তিনি গভর�?নর মালেককে অবহিত করবেন। তিনি �?ও বললেন যে, জেনারেল নিয়াজিকেও তিনি সামরিক নির�?দেশনা দেবেন যাতে বর�?তমান ক�?টনৈতিক যোগাযোগের সময় কেবল আত�?মরক�?ষামূলক তৎপরতা চালিয়ে যাওয়া হয়। তবে সকল প�?রচেষ�?টাতেই যেন জীবনহানি কমিয়ে রাখার দিকে নজর রাখা হয়।
ফারল�?যান�?ড
জোসেফ �?ফ ফারল�?যান�?ড, পাকিস�?তানে মার�?কিন রাষ�?ট�?রদ�?ত (সেপ�?টেম�?বর ১৯৬৯-�?প�?রিল ১৯৭২)

মার�?কিন পররাষ�?ট�?র দপ�?তরে পাঠানো ঢাকাস�?থ মার�?কিন কনসাল জেনারেলের তারবার�?তা
ঢাকা, ১৫ ডিসেম�?বর, ১৯৭১, ০৫০০ জেড

৫৬৪৩.১ সহকারী সেক�?রেটারি জেনারেল পল মার�?ক হেনরি চেয়েছেন যাতে আমি তা�?র পক�?ষ থেকে পাঠানো নিচের বার�?তাটি (�?কেবারে অক�?ষরে অক�?ষরে নয়) �?সওয়াইজির কাছে (জাতিসংঘের মহাসচিব) পৌ�?ছানোর ব�?যবস�?থা করি।
বার�?তার শ�?র�?: গভর�?নর মালেক ও জেনারেল ফরমান আলীর তরফে আমাকে জানানো হয়েছে, প�?রেসিডেন�?ট ইয়াহিয়া খানের দৃ�? প�?রত�?যাশা যে, পূর�?ব পাকিস�?তানে পারস�?পরিক হানাহানির অবসান হোক। �? উদ�?দেশ�?যে ভারত সরকারের সঙ�?গে আশ�? য�?দ�?ধবিরতির আয়োজন আশা করছেন তিনি−অন�?তত দ�?ই ঘণ�?টার জন�?য হলেও, যাতে উভয়পক�?ষের সংশ�?লিষ�?ট সেনানায়কেরা আলোচনায় বসতে পারেন। প�?রেসিডেন�?ট পাকিস�?তানি সৈন�?যদের জন�?য সম�?মানজনক শর�?ত �?বং বেসামরিক নাগরিকদের স�?রক�?ষা আশা করছেন। �?র কী মূল�?য না জেনেই বার�?তাটি আমি আপনাকে পাঠাচ�?ছি, যেহেত�? যাচাই করার কোনো স�?বতন�?ত�?র ব�?যবস�?থা আমার নেই। বার�?তা সমাপ�?ত।
স�?পিভাক
হার�?বার�?ট ডি স�?পিভাক, ঢাকাস�?থ মার�?কিন কনসাল জেনারেল (জ�?ন ১৯৭১-সেপ�?টেম�?বর ১৯৭২)

ভারতস�?থ মার�?কিন দ�?তাবাস থেকে মার�?কিন পররাষ�?ট�?র দপ�?তরে পাঠানো তারবার�?তা
নয়াদিল�?লি, ১৫ ডিসেম�?বর, ১৯৭১, ১০৫০ জেড

রেফা: স�?টেট ২২৫২৬৮

১. ডিসি�?ম (ডেপ�?টি চিফ অব মিশন) প�?রধানমন�?ত�?রীর সচিব হাকসারের সঙ�?গে ১৪১০ আন�?তর�?জাতিক মান সময়ে সাক�?ষাৎ করে ঢাকা ৫৬৩৭-�? ধারণকৃত জেনারেল নিয়াজির লিখিত বার�?তাটি হস�?তান�?তর করেন। �?কই সঙ�?গে ডি�?টিটি (ডিফেন�?স অ�?যাটাশে) সেনাপ�?রধান জেনারেল মানেক শ’র কাছে �?র �?কটি কপি পাঠান।
২. ডিসি�?ম ব�?যাখ�?যা করেন যে, �? বার�?তার বক�?তব�?য বা দৃষ�?টিভঙ�?গির কোনো দায়দায়িত�?ব য�?ক�?তরাষ�?ট�?র সরকার নেবে না। নিতান�?তই পররাষ�?ট�?রমন�?ত�?রী শরণ সিংয়ের অন�?রোধে বার�?তাটি পৌ�?ছানো হয়েছে।
৩. হাকসারকে �?ও জানানো হয়েছে যে, পররাষ�?ট�?রমন�?ত�?রী তা�?কে জর�?রিভাবে টেলিফোন করার চেষ�?টা করেছেন। তিনি (হাকসার) বলেছেন, ফোন পাওয়ায় তা�?র সমস�?যা থেকে থাকলেও পররাষ�?ট�?রসচিব কাউলের সঙ�?গে অসমাপ�?ত কথা তিনি শেষ করেছেন।
৪. হাকসার ইতিবাচক মনোভঙ�?গি প�?রকাশ করলেন �?বং জানতে চাইলেন কোথায় আমাদের সার�?বিক সম�?পর�?ক বিচ�?য�?ত হয়েছে। তিনি নভেম�?বরের গোড়ায় প�?রধানমন�?ত�?রীর (ইন�?দিরা গান�?ধী) সফরের সময় (য�?ক�?তরাষ�?ট�?রে) জাতীয় নিরাপত�?তা উপদেষ�?টা ড. হেনরি কিসিঞ�?জার ও সহকারী সচিব সিসকো’র সঙ�?গে আলাপের অনেকটা স�?নরণ করলেন। তিনি জোর দিয়ে বললেন যে, মিসেস গান�?ধী প�?রেসিডেন�?টের কাছে যে মন�?তব�?য করেছেন, তার আন�?তরিকতা নিয়ে কোনো সংশয় থাকতে পারে না। তিনি জানালেন, তা�?দের সংলাপের �?কটি কপি তা�?র কাছে আছে। তিনি য�?ক�?তরাষ�?ট�?রের রেকর�?ডটিকেই সরকারি রেকর�?ড হিসেবে গণ�?য করতে আগাম রাজি হলেন।
৫. হাকসার বললেন, সকল মানবিক সম�?পর�?কই রূপান�?তরশীল �?বং বর�?তমানে যেভাবে সব হচ�?ছে তার থেকে তিনি ভবিষ�?যৎ নিয়েই বেশি চিন�?তিত। বরং আমাদের সন�?তান-সন�?ততিদের মধ�?যে কেমন সম�?পর�?ক হবে �?বং তাদের কাছে আমাদের দায় নিয়ে তিনি ভাবিত। হাকসার আবেগঘন হয়ে উঠলেন, তা�?র চোখ ছলছল করছিল। জানতে চাইলেন যে, আমরা কী করতে পারি। ডিসি�?ম পরামর�?শ দিলেন, প�?রধানমন�?ত�?রীর পক�?ষ থেকে প�?রেসিডেন�?টের কাছে পত�?র পাঠানোই সংগত হবে। হাকসার বললেন, সেদিন বিকেলেই তিনি তেমন �?কটি চিঠির খসড়া প�?রস�?ত�?ত করবেন।
৬. ওপরের অংশটি যখন লিখিত হচ�?ছে, য�?ক�?তরাজ�?যের হাইকমিশনার স�?যার টেরেন�?স গার�?ভে ডিসি�?ম-কে ফোন করে জানালেন যে, নিয়াজির টেক�?সটি আগাগোড়া জাতিসংঘে আমাদের প�?রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে। তিনি জানতে চাইলেন স�?থানীয়দের কাছে সেটি সরবরাহ করা হয়েছে কি না। ডিসি�?ম জানালেন যে তা করা হয়েছে।
কিটিং
কেনেথ বি কিটিং, ভারতে মার�?কিন রাষ�?ট�?রদ�?ত (মে ১৯৬৯-জ�?লাই ১৯৭২)

ভারতস�?থ মার�?কিন দ�?তাবাস থেকে মার�?কিন পররাষ�?ট�?র দপ�?তরে পাঠানো তারবার�?তা
নয়া দিল�?লি, ১৫ ডিসেম�?বর, ১৯৭১, ১৩৫৮ জেড

১৯২৮০, বিষয়: নিয়াজির য�?দ�?ধবিরতির প�?রস�?তাবে মানেক শ’র সাড়া
১. প�?রধানমন�?ত�?রীর সচিব হাকসার স�?থানীয় সময় ১৮০০-�? ডিসি�?মকে ডেকে �?নে জেনারেল নিয়াজির প�?রস�?তাবের বিপরীতে জেনারেল মানেক শ’র লিখিত প�?রতিক�?রিয়া হস�?তান�?তর করেন।
২. হাকসার বলেন, ভারত সরকার য�?ক�?তরাষ�?ট�?র মারফতই নিয়াজির কাছে প�?রতিক�?রিয়া পাঠাচ�?ছে; যেহেত�? নিয়াজির মূল প�?রস�?তাবটি আমাদের মারফতই উত�?তমভাবে তাদের কাছে গিয়েছে। তিনি �?ই প�?রত�?য�?ত�?তরকে বর�?ণনা করেন ‘সতর�?কতার সঙ�?গে বিবেচিত �?বং আন�?তরিক প�?রতিক�?রিয়া’ বলে। �?বং জানান যে, ১৫ ডিসেম�?বর ১৭০০ সময়ে বিমান আক�?রমণও স�?থগিত করার নির�?দেশ দেওয়া হয়েছে।
৩. ভারত সরকার যে লিখিত বার�?তাটি জর�?রিভাবে পৌ�?ছে দেওয়ার জন�?য অন�?রোধ করেছে তা �?ই:
‘ভারতের সেনাবাহিনী-প�?রধান জেনারেল মানেক শ’র পক�?ষ থেকে জেনারেল নিয়াজিকে
প�?রথমত, নয়াদিল�?লিস�?থ মার�?কিন দ�?তাবাস মারফত আপনার পাঠানো বার�?তাটি আমি গ�?রহণ করেছি।
দ�?বিতীয়ত, �?র আগে পাঠানো দ�?টি বার�?তায় আমি জেনারেল ফরমান আলীকে জানিয়েছিলাম, আমি নিশ�?চয়তা দিচ�?ছি যে, ক) বাংলা দেশে আমার কাছে আত�?মসমর�?পণকারী আপনার সকল সেনাসদস�?য ও আধাসামরিক বাহিনীর সদস�?যদের নিরাপত�?তা; খ) যা�?রাই হোন না কেন, বিদেশি নাগরিক, জাতিগত সংখ�?যালঘ�? �?বং পশ�?চিম পাকিস�?তানের কর�?মকর�?তাদের পূর�?ণ স�?রক�?ষা নিশ�?চিত করা হবে। যেহেত�? আপনি ইঙ�?গিত করেছেন যে য�?দ�?ধ থামাতে আপনি রাজি আছেন, সেহেত�? আমি আশা করব আপনি আপনার কমান�?ডের অধীন সকল বাহিনীকে য�?দ�?ধ বন�?ধ করার আদেশ জারি করবেন �?বং যেখানেই অবস�?থান কর�?ক না কেন, তারা যেন আমার অগ�?রগামী বাহিনীর কাছে আত�?মসমর�?পণ করে।
তৃতীয়ত, আমি আপনাকে �?কান�?তিক আশ�?বাস দিচ�?ছি যে, যেসব ব�?যক�?তি আত�?মসমর�?পণ করবেন তা�?রা সৈনিকের প�?রাপ�?য মর�?যাদা ও সমীহ পাবেন �?বং আমি জেনেভা কনভেনশনের বিধিমালা মেনে চলব। �? ছাড়া যেহেত�? আপনাদের মধ�?যে অনেক আহত আছেন, তা�?রা স�?চিকিৎসা পাবেন �?বং যা�?রা নিহত হয়েছেন তা�?দের যথাযথভাবে সমাধিস�?থ করা হবে। যিনি যেখান থেকেই আস�?ন না কেন, নিরাপত�?তা নিয়ে তাদের উদ�?বিগ�?ন হওয়ার কোনো কারণ নেই। কিংবা আমার আদেশাধীন বাহিনীর দিক থেকে কোনোরকম প�?রতিহিংসা ঘটবে না।
চত�?র�?থত, আপনার দিক থেকে ইতিবাচক সাড়া পাওয়ামাত�?রই আপনার বাহিনীর ওপর সকল বিমান ও স�?থল আক�?রমণ গ�?টিয়ে নিতে আমি পূর�?ব রণাঙ�?গনে ভারতীয় ও বাংলাদেশ বাহিনীর কমান�?ডার জেনারেল অরোরাকে নির�?দেশ দেব। ইতিমধ�?যে শ�?ভবোধের নিদর�?শন হিসাবে আজ ১৭০০ সময় থেকে সকল বিমান হামলা থামানোর নির�?দেশ দিয়েছি।
পঞ�?চমত, আমি আপনাকে আশ�?বস�?ত করছি যে, আপনার বাহিনীর অপ�?রয়োজনীয় ক�?ষতিসাধন করার কোনো ইচ�?ছা আমার নেই। মান�?ষের প�?রাণনাশ আমি অপছন�?দ করি। তা সত�?ত�?বেও, আমি আপনাকে যা বলেছি তা যদি মেনে চলতে ব�?যর�?থ হন, তাহলে ১৬ ডিসেম�?বর ০৯০০ ভারতীয় মান সময়ে (সকাল ৯টা) সর�?বাত�?মক আক�?রমণের পথ গ�?রহণে বাধ�?য হব।
ষষ�?ঠত, দ�?র�?ত সকল বিষয় নিষ�?কপত�?তি করায় আলোচনার জন�?য আজ ১৫ ডিসেম�?বর ভারতীয় সময় ১৭০০ থেকে আমি দ�?র�?ত লিসনিন�?ট ওয়াচে রেডিও লিংক-�?র ব�?যবস�?থা করেছি। �?র ফ�?রিকোয়েন�?সি হবে দিনে ৬৬০৫ (৬৬০৫) কিলোহার�?টজ �?বং রাতে ৩২১৬ (৩২১৬) কিলোহার�?টজ। বার�?তাসংকেত হবে ক�?যাল (ক�?যালকাটা) �?বং ডাক (ঢাকা)। আপনার প�?রতি আমার পরামর�?শ হচ�?ছে, আপনার সিগনালকর�?মীদের দ�?র�?ত মাইক�?রোয়েভ যোগাযোগ স�?থাপন করার নির�?দেশ দিন।’
ডিসি�?ম আশ�?বস�?ত করেছেন যে হাকসারের বার�?তা দ�?র�?ত সঞ�?চারিত হবে।
ধারণা করছি (মার�?কিন পররাষ�?ট�?র) দপ�?তর ঢাকা হস�?তান�?তরের প�?রক�?রিয়া চালাবে।
কিটিং
মার�?কিন পররাষ�?ট�?র দপ�?তর ঢাকাস�?থ কনস�?লেট জেনারেলকে মানেক শ’র বার�?তাটি তাৎক�?ষণিকভাবে জেনারেল নিয়াজির কাছে হস�?তান�?তরের নির�?দেশ দেয়। কনস�?লেট জেনারেল তা করেন, �?বং ইসলামাবাদে মার�?কিন দ�?তাবাস সে-বার�?তার �?কটি কপি পাকিস�?তানের পররাষ�?ট�?রসচিব স�?লতান খানের কাছে পৌ�?ছে দেয়।

[প�?রথম আলো, ১৬ ডিসেম�?বর ২০০৭]

[আর�?কাইভের বাংলা সেক�?‌শনের মেইন পেজ-�? ফিরে যেতে �?খান ক�?লিক কর�?ন]