অন্তর্ঘাত

(রাজনৈতিক উপন্যাস)

আবুল হোসেন খোকন 

[ সত্তর দশক বিশেষ করে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সামরিক শাসনের পটভূমিকে ভিত্তি করে এই রাজনৈতিক উপন্যাসটির অবতারণা অপ্রকাশিত এ পাণ্ডুলিপির অংশবিশেষ ধারাবাহিকভাবে মুক্তমনায় তুলে ধরা হলো লেখক

পার্ট - ৪

আবার সেই দোকানএখানেই কদিন আগে এসেছিল বিনু আর বকুল দোকানদারের নাম আনিস উদ্দিনসবাই ডাকে আনিস দোকানদার বলেশক্ত কড়াঘাতে ঘুম ভেঙ্গে গেল আনিসেরঅনেক রাত পর্যন্ত বেচা-কেনা করে দোকানেই ঘুমিয়েছিল ভেবেছিল বেশ বেলা করে ঘুমুবেকিন্তু ক্রেতাদের অত্যাচারে পারা যায় নাসকাল না হতেই ডাকাডাকি শুরু করেআবার শব্দ করে কড়াঘাত হলো একেবারে বেয়ারা কড়াঘাতএকটু গলা চরিয়ে আনিস বললো, ‘কিডা?’ কেও উত্তর দিলো নাবরং আগের চেয়েও বাজে এবং ধাপ্ ধাপ্ করে দরজায় ধাক্কালো কেওকিডা ডাকে?’ রাগত স্বরে প্রশ্নটা ছুঁড়ে দিয়ে উঠে বসলো আনিসতারপর দরজা খুলতে লাগলো

আবার ঘটঘট শব্দে আঘাত করার সঙ্গে সঙ্গে ঝট করে দরজার ডালাটা খুলে দিলোহা হয়ে গেল আনিসওর দিকে লকলক করে তাকিয়ে আছে বেয়োনেট লাগানো একটা যুদ্ধাস্ত্রওটা ধরে রেখেছে দড়ি পেঁচানো হেলমেটধারী কিম্ভুতকিমাকার এক রক্তচোখা মিলিটারিসঙ্গে আরও কয়েকজনওরা এমনভাবে আনিসের দিকে চেয়ে আছে যেন মিটিমিটি হেঁসে বলছে, ‘বাছা পালিয়ে যাবে কোথায়? এইতো ধরে ফেললাম

বেয়োনেট নাচালো সৈন্যটিবেরিয়ে আসতে বলছেভয়ে ভয়ে দরজা গলিয়ে মাটিতে পা রাখলো আনিসতখনই সবুট লাথি পড়লো বুকে, ‘বান্চো, দেরী করলি ক্যান্, হাতিয়ার কোথায়?’ লুটিয়ে পড়ে গেল ওআরও দুজন ঝাঁপেিয় পড়লো তখনঅন্য একজন দরজা দিয়ে দোকানের ভিতরে ঢুকলোসবকিছু উল্টে-পাল্টে শরু করলো তলাশীবুটের আঘাতে আলু, মরিচ, ডাল আর মাটির পাত্রে রাখা মাল-পত্র ছড়িয়ে-ছিটিয়ে গেলসাব মেশিনগানের ধাক্কায় উল্টে গেল জিনিস-পত্র বোঝাই র‌্যাক ক্যাশবাক্সের কাছে গিয়ে থামলো সেনাটিএকটানে ডালা খুলে ফেললোএক টাকা পাঁচ টাকা দশ টাকা থেকে শুরু করে একশটাকার নোটের স্তুপ ছিলশটাশট ওগুলো তুলে সেনাটি প্যাণ্টের পকেটে ঢোকালোতারপর এদিক-ওদিক তাকিয়ে বাইরে বেরিয়ে এলোবললো, ‘নাই, কিছু নাই

দাঁড় করানো হয়েছিল আনিসকেধাপ্ ধুপ্ করে আরও কয়েকটা বুটের লাথি হাঁকানো হলো ওর শরীরেঅশ্লীল গালি দিয়ে একজন সেনা জিজ্ঞেস করলো, ‘বল্ হাতিয়ার কোথায় রেখেছিস্? দরজা খুলতে দেরী করলি কেন?’ জবাব দেয়ার জন্য মুখ খুলছিল আনিসকিন্তু তার আগেই সাব মেশিনগানের বাঁটের আঘাতে আবার মটিতে পড়ে গেলএকজন সৈন্য ওকে টেনে দাঁড় করিয়ে তারপর জিজ্ঞেস করলো, ‘ওরা কোথায়?’

ওরা? কারা স্যার?’ হতভম্ব আনিস কোন রকমে বললোবুকের ওপর রাইফেলের কুঁদো এসে পড়লো, ‘বান্চো, ওরা কারা জানিস না?’ সেনাটি ঠেলে একটা গাছের কান্ডের কাছে নিয়ে এলো ওকেএই সুযোগে আনিস তাকিয়ে দেখলো গ্রামের সর্বত্র মিলিটারি গিজগিজ করছেসবে সকালসূর্য উঠছেকিন্তু সাত সকালে এসব কি দেখছে আনিস! স্বপ্ন না সত্যি? ঠিকমতো ঠাঁহর করতে পারছে না ও

ছড়িয়ে থাকা মিলিটারির দল বাড়ি বাড়ি ঢুকছে তল্লাশী করছে যুবক-তরুণদের বেদম প্রহার করছেলাথি মারছে বয়স্কদেরযতোদূর চোখ যায় শুধু অত্যাচার আর নির্যাতনের দৃশ্য গ্রামটায় যেন হঠা পিশাচের দল ঝাঁপিয়ে পড়েছে 

****************** 

সকাল সাড়ে আটটা মতোগোটা গ্রামে তল্লাশী অভিযান শেষ করেছে সামরিক বাহিনীএবার যুবক-তরুণ-বয়স্ক এবং মহিলাদের অনেককে ধরে নিয়ে স্কুল মাঠ, খেলার মাঠ অথবা বড় কোন উঠোনে দাঁড় করানো হয়েছে সৈন্যরা বহু দলে ভাগ হয়ে  আলাদা আলাদাভাবে এই কাজে অংশ নিয়েছে

এর একটি অংশের দৃশ্যযৌথ পরিবারের অনেকগুলি ঘরবাইরে মাঠের মতো বড় উঠোনসেখানে দাঁড় করানো হয়েছে ৫০/৬০ জন মানুষকেএদের মধ্যে যুবক-তরুণ-বয়স্ক এবং মহিলা রয়েছেন শিশুদেরকেও এক জায়গায় জড়ো করা হয়েছে সৈন্যরা ঘিরে রেখেছে সবাইকেএকজন অফিসার কিছু নির্দেশ দিলোআটক লোকদের এবার বসতে বলা হলো আতঙ্কিত এবং দিশেহারা মানুষগুলো অক্ষরে অক্ষরে নির্দেশ পালন করলোএরপর শুরু হলো বাছাই পর্বযুবক এবং তরুণদেরকে আলাদা করে বসানো হলো বয়স্কদের আলাদা করা হলোমোট চার ভাগে ভাগ করে বসানো হলো মানুষগুলোকে শিশুদের যেখানে দাঁড় করিয়ে রাখা ছিল, ওদের সেখানেই রাখা হলো

চারপাশে ইতস্ততঃ ঘুরছে হেলমেট এবং অনেক রকমের প্যাক বাধা সৈন্যরাওদের হাতের একে-৪৭ রাইফেলগুলোর বাঁট বগলতলায় রাখা এবং নলগুলো কিছুটা মাটির দিকে নিচু করাএকজন অফিসার বেতের ছড়ি হাতে পাইচারি করছে, আর মাঝে মাঝে পায়ের দিকে প্যাণ্টের ওপর শটাশট ছড়ি দিয়ে আঘাত করছেহঠা বন্দি মানুষগুলোর দিকে আগুন চোখে তাকালো সে প্রত্যেকটি মানুষকে চোখের আগুনে যেন ভস্ম করে দিতে চাইলোতারপর হঠা উত্তেজিত হয়ে উঠলো, ‘বানচো, মাদারচোতের বাচ্চারাতোদের সবাইকে খুন করে ফেলবো ক্যাম্পে ধরে নিয়ে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করাবোবান্চো, তোমরা ডাকাতদের আশ্রয় দাও শালাদের হাতিয়ার লুকিয়ে রাখোবল্ মাদারচোতের বাচ্চারা হাতিয়ার কোথায়?’ ধাঁই করে সামনের এক মধ্য বয়সীকে লাথি হাঁকলো অফিসারসবুট লাথি খেয়ে ছিটকে পড়লো লোকটিতার উপর আরও কয়ে ঘা ছড়ির আঘাত হানা হলোগোঙাতে থাকলো মানুষটি

আবার পাইচারি করতে করতে অফিসার এক যুবকের চুলের মুঠি খাঁমচে ধরলোতারপর হাঁটু চালিয়ে তাকে ঠেলে দিলো সামনের সৈনিকের কাছে নির্দেশ দিলো, ‘পিঠের চামড়া তুলে ফেলোসঙ্গে সঙ্গে কয়েকজন সৈন্য রুলার নিয়ে ঝাঁপিয়ে পড়লো যুবকটির ওপরবিকট চিকারে কেঁপে উঠলো এলাকাকিন্তু বেপরোয়া রুলারের আঘাত থামলো নালুটিয়ে পড়লো যুবক

আবার চিকার করে উঠলো অফিসার, ‘বল্ বান্চোতের বাচ্চারা হাতিয়ার কোথায়? মাদারচোতরা কোথায়? না বললে সবকটাকে পিটিয়েই মেরে ফেলবো

এতক্ষণ ফুঁপিয়ে কাঁদছিল মহিলারা শিশুদের চোখে পানি যুবকটির চিকারে এবার সবাই ডুকরে উঠলোকয়েকজন বৃদ্ধ-বৃদ্ধা অকস্মা অফিসারের পায়ে ঝাঁপিয়ে পড়লোবললো, ‘আমরা কিছু জানি না বাবা, ছাওয়ালটাকে ছেড়ে দাও বাবাআ মরা ছাওয়াল, মরে যাবেঅফিসার এবং সৈন্যদের লাথি খেয়ে ছিটকে গেল সবাইচিকার করে জবাব দিলো, ‘হাতিয়ার এবং ডাকাতের দল কোথায় আছে বল্, তাহলে ছেড়ে দেবোবল্?’

প্রায় ৮০ বছরের মতো বয়স্ক এক বৃদ্ধ হাতজোড় করে বললো, ‘বিশ্বাস করো বাবারা, আমাদের এই গ্রামে কুনু ডাহাত নাইখুব ভালো গাঁও এডা বৃদ্ধটির দিকে ঠিক কেউটে সাপের মতো এগিয়ে গেল এক দশাসই সেনাসে ঘাড় ধরে দাঁড় করালো বসে থাকা বৃদ্ধকে।। তারপর বললো, ‘বাল্ তো মনে হয় একটাও কাঁচা নেই মাদারচো কাঁহেকা! ডাকাত নাই তাহলে অস্ত্র নিয়ে যারা ঘোরে তারা কি ফেরেস্তা? যাদেরকে বাড়িতে বসিয়ে আদর করে খাওয়াস্ তারা কি তোর জামাই? বান্চো, মরার বয়স হয়ে গেল, তাও মিথ্যা কথা ছাড়ো নাইপাছার মধ্যে রুলার ঢুকিয়ে মিথ্যা বের করে দেবো শালা বান্চোধাক্কা মেরে ফেলে দেয়া হলো বৃদ্ধকেউল্টে পড়ে গেল বেচারাকোন রকমে উঠে তিনি কাঁদতে লাগলেন

অফিসার কিছু ইঙ্গিত করলো সৈন্যটি থেমে দাঁড়ালোহাতের ছড়িটা শপাং শপাং করে নিজেরে পায়ে বসালো অফিসার জ্বলন্ত চোখে সবাইকে পর্যবেক্ষণ করলোতারপর বন্দিদের মুখোমুখি দাঁড়ালো, ‘বান্চোতের বাচ্চারা, সোজা আঙ্গুলে ঘি উঠবে বলে মনে হচ্ছে নাবাঁকা না হয়ে উপায় নেই দেখছিকয়েকজন বৃদ্ধ এবং বৃদ্ধা হাউমাউ করে উঠলোজোড়হাত করে আল্লাহর দোহাই দিয়ে কিছু বললো তারাতাদের সঙ্গে তাল মিলিয়ে গুঞ্জন তুললো অন্যান্যরাওশাট আপ গর্জে উঠলো অফিসারসঙ্গে সঙ্গে থেমে গেল কাকুতি-মিনতিচেচিয়ে বললো অফিসার, ‘এই গ্রামে কারা কারা ডাকাতি করে, অস্ত্র নিয়ে ঘোরে, তারা এখন কোথায়? না বললে কোন মাদারচোতের জীবন থাকবে নাবল্ বান্চোতের বাচ্চারা সব বলবি কি না?’

নিশ্চুপ বন্দিরাকেও কথা বললো নাএকজন মুরুব্বি মুখ খুললেন হঠা, ‘বাবারা, আমরা মুরুক্ষু মানুষ, জমি-জিরাতের কাম কইরা খাইএহানে ডাহাত আসবি ক্যাম্নে? তয় একজন ডাহাত আছে’ ‘কই, কোথায়? হাতিয়ার আছে তার কাছে?’ আগ্রহে চিকার করে উঠলো অফিসার মুরুব্বি জবাব দিলো, ‘আছিলো ছ্যারথানার পুলিশরে দিয়া দিছে অনেকগুলো কেস আছে পুলিশের লগে খাতির আছে কিন্তুক ডাহাতি ছাড়ে নাই প্যাণ্টের উপর ছড়ি চালাতে চালাতে অফিসার বললো, ‘কোথায় সে, কি নাম?’ মুরুব্বি বললো, ‘নাম নিজাম স্যারবাড়ি ওই গাঁওয়ের কোণায়কিন্তু বাড়িত কেও নাই স্যারআমরা গেরামের মানুষ এক হইয়া ওই ডাহাত্রে খেদাইয়া দিছি

এ সময় সৈন্যদের সঙ্গে আসা এক পুলিশ কর্মকর্তা মিলিটারি অফিসারটির কানে কানে বললো, ‘স্যার, আমাদের ওই ইনফরমারের কথা বলছে স্যারচোখ পাকিয়ে পুলিশের কথা শুনলো অফিসারতারপর হুঙ্কার দিয়ে উঠলো, ‘বান্চো, একজন ভাল লোককে ডাকাত বলো! সিপাহি, হাঁকাও বান্চোকেএকে-৪৭ হাতে ঝাঁপিয়ে পড়লো এক সৈন্যপিটিয়ে আধমরা করে ফেলা হলো মুরুব্বিকে

ঘড়ি দেখলো অফিসারকিছু একটা কমান্ড করলোমারপিট বন্ধ করলো সৈন্যটিঅফিসার আবার ইঙ্গিত করলোএবারে বয়স্ক বন্দিদের ভেতর থেকে মোট পাঁচজনকে বাছাই করা হলোএদের মধ্যে একজন ৪০/৫০ বছর বয়সী মহিলাও আছেন সৈন্যরা মাটিতে ২০টি খুঁটি পুতলোগরুর গোয়াল থেকে এসব সংগ্রহ করা হয়েছেআরো সংগ্রহ হলো গরুরর দড়িএবার এক একজনকে মাটিতে উপুর করে শোয়ানো হলোহাত-পা টানটান করা হলোতারপর খুঁটিগুলোর সঙ্গে সেই হাত-পা শক্ত করে বাধা হলোশুরু হলো বেতের ছড়ি দিয়ে আঘাতএকজন বন্দির উপর ঝাঁপিয়ে পড়লো তিনজন করে সেনাতাদের ছড়ি অবিরাম আঘাত হানতে থাকলো পা, শরীরের পিছনের অংশ এবং পিঠের উপরহাত-পা বাধা মানুষগুলোর গগনবিদারী চিকারে প্রকম্পিত হয়ে উঠলো গোটা আকাশ-বাতাস

একইভাবে নির্যাতন চলছে গোটা গ্রাম জুড়েএলাকার আকাশ-বাতাস তাই পাল্লা দিয়ে এ সম্মিলিত চিকারের শব্দ বুকে ধারণ করছে

নির্যাতনের পাশাপাশি অন্যান্য বন্দিদের জেরা করা হচ্ছেবলা হচ্ছে, ‘ডাকাতদেরধরিয়ে না দিলে এবং তাদের অস্ত্র-শস্ত্র না দিলে পিটিয়ে মেরে ফেলা হবে তাদের বাবা-মা ও আত্মীয়দের গ্রামের সমস্ত যুবক-তরুণদের মিলিটারি ক্যাম্পে নিয়ে যাওয়া হবেআর জ্বালিয়ে দেওয়া হবে সব মানুষের বাড়ি-ঘরগোটা গ্রাম ধ্বংস করে দেওয়া হবে বলে ভয় দেখানো  হলো

শেষ পর্যন্ত অবশ্য সেনারা তেমন কোন তথ্য পেলো নাপেলো না অস্ত্র আর ডাকাতদলকেতবে সেনারা চিহ্নিত করলো অনেকগুলো মানুষের বাড়ি, বাছাই করলো অনেক তরুণ আর যুবককে

*************** 

আবার সেই জোনাব আলীবেলা এখন প্রায় সাড়ে ১০টাজোনাব আলী দ্বিতীয়বারের মতো হতভম্ব হয়ে দেখলো, তার বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছে সারি সারি মিলিটারিওদের পকেটগুলো ভর্তিহাতে নানা ধরনের পুটলিহয়তো লুটপাটের মাল! জোনাব আলী দেখলো, শুধু মিলিটারিই নয়ওদের সঙ্গে রয়েছে বহু তরুণ আর যুবকসবাই বন্দি ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছেদূরের গ্রামটির দিকে একনজর তাকিয়ে জোনাব আলী দেখলো ধোঁয়ায় আকাশ ছেয়ে যাচ্ছেহয়তো জ্বালিয়ে দেওয়া হয়েছে ঘর-বাড়ি

হ্যাঁ, পাইকারী হারে লুট, অত্যাচার-নির্যাতন, ধর্ষণ আর বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ার পর অপারেশন শেষ হয়েছে সেনা দলটিরএখন বন্দিদের নিয়ে তারা ফিরে যাচ্ছে সেনা ছাউনিতেএকটা স্বাধীন দেশে এ দৃশ্য হতভম্ব করার মতোইসুতরাং জোনাব আলী হতভম্ব হলো

---- চলবে ----


আবুল হোসেন খোকন : লেখক-সাংবাদিক, কলামিস্ট ও মানবাধিকার কর্মী।