সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে
আব্দুল্লাহ আল মামুন

আমরা ৭১ এর পরের প্রজন্ম উত্তাল রঙ্গিন সেই দিন আমরা দেখি নাই কিছুই দেশ প্রেম কতটুকু আছে যাচাই করা হয় নাই কোনো দিন তবে শুনি সবাই দেশপ্রেমিকঃ মুক্তিযোদ্ধা, রাজনিতীবিদ, মিলিটারি, রাজাকার, কাঠমোল্লা, কমিউনিস্ট, আমজনতা সবাই আর দেখি দেশপ্রেমিকদের দেশপ্রেম খুব একটা বুঝিও না, কি বোঝাতে চায় সবাই দেশপ্রেম শব্দটি দারা বিভ্রান্ত হই প্রত্তেক বার


বয়স হবার পর থেকে দেখি এক ফেরেস্তা, এরশা, কত কি তার উপাধি, লেফট রাইট জেনারেল, জাতির মাথা, দেশপ্রেমিক, টিভি-রেডিও-পত্রপত্রিকা সবখনে তার গুনগান, কত মহিমা তার পেছনে তার পা চাটা দেশপ্রেমিক কুত্তার দল দেশপ্রেমিক এই জেনারেল এর সাথে নাই শুধু গুটি কয়েক অবুঝ অদেশপ্রেমিক ছাত্র আর কিছু আমজনতা (সাধারন ছাত্র আর আমজনতা দের নামের আগে জনদরদী দেশদরদী লেখা নাই তো) ৯০ এ এই জেনারেল এর পতনের পর দেখি অদেশপ্রেমিক ছাত্র আর কিছু আমজনতা অদেশপ্রেমিক ই আছে, মাঝখানে কিছুদিন বোরকা পইরা থাকার পর বোরকার নিচ থেকে কিছু দেশপ্রেমিক বাইর হইআ আসল আমরা আবার দেশপ্রেমিক দেখলাম

তারপর দেখলাম আমজনতার দেশপ্রেম, রাজনীতিবিদদের দেশপ্রেম আমজনতা ভোট দিয়া একদল রাজনীতিবিদ দের দেশপ্রেম র্চচা করার সুযোগ দেয় তারপর দেশপ্রেম সইতে না পাইরা আরেক দলরে সুযোগ দেয় গরীব আরও গরীব হয়, বাজারে আগুন ধরে, দুরনীতি তে ১ নাম্বার হয়, অন্যায় বারে, অপরাধ বারে, আর বারে দেশপ্রেমিক আর্মি তারপর আমজনতা জনদরদী দেশদরদী রাজনীতিবিদ দেশপ্রেমিকদের বাপ-মা তুইলা গালাগালি করে, নিজেরা ভোট দিয়া যে এদের সুযোগ দেয় সেই কথা আর মনে থাকে না তাদের ও যে একটা ভুমিকা ছিল, ইতিহাস থেকে শিক্ষা নেবার কথা ছিল এই কথা মনেও পরে না নিজের দোষ কেঊ দেখে না রাজনীতিবিদরাও না, আমজনতাও না ফলাফলঃ যেই লাউ সেই মিস্টিকুমড়া

দেশপ্রেম আসলে কথার কথা

সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে স্লোগান তোলা আর্মি সাব রা দেশের কোন কাজে লাগে এইটা আর্মি আর রাজনীতিবিদরা ছারা আর কেও বুঝে বইলা মনে হয় না খালেদা জিয়া বুঝে কারন জিয়া ছিল আর্মি, তিনি থাকেন কেনটলমেন্টএ, আর্মি না থাকলে তিনি কই থাকবেন হাসিনা বুঝে আর্মি কি করতে পারে, তাইতো সব হারানর পরও তার মত মুখরা মহিলা ও আর্মির নামে গুনগান গাইতে থাকে মিগ ফিগ কিনার জন্য অবস্য আর্মি দরকার, এই কারনে কিনা কে জানে

আমি আর্মি দের সমরে দেখি নাই, সমর যদি হয় কোনদিন বেশীক্ষ দেখার কথাও না সমর আমরা করবই বা কার সাথে শান্তি তে আর্মি, শান্তি তে আর্মি কি করব, কোন কাজে লাগব বুঝলামনা সারা জীবন দেখলাম অশান্তিতে আর্মি আজকে দেশের এই অবস্থার জন্ন্য সবাই রাজনীতিবিদের দোষ দেয়, অথচ আর্মি দেশ শাসন করল ১৫ বছর, রাজনীতিক দল গুলা তে ও অনেক এক্স আর্মি অফিসার আছে এরা সবাই ধোয়া তুলসী পাতা, শান্তির আর্মি জনগন এর রক্ত চুইসা খাইয়া, জনগন এর টাকা দিয়া বন্দুক কিনা সেই বন্দুক জনগন এর দিকে তাক কইরা কয় ব্লাডি সিভিলিয়ান এরা নাকি শান্তির আর্মি

সর্বত্র আমরা দেশের তরে কিনা জানি না, তবে যতটুকু দেখলাম, হুমায়ুন আজাদ এর কাথা মত বলতে হয়, “সর্বত্র আর্মি বালের তরে দেশের মানুষের চুল এর পেছনে লাইগা থাকা আর গালিগালাজ, মারধর করা ছারা সর্বত্র আর্মি কি করে বুঝলাম না

অনেকে আছেন যারা আমার সাথে একমত হবেন না, বলবেন আর্মির ভিতরে ও ভালমানুষ আছে, দেশপ্রেমিক আছে ভাই আমারে বলেন তো- যেই দেশে আর্মি থাকা না থাকা সমান, যেই দেশে আর্মি কোনদিন শান্তি/ উন্নয়ন/গঠনমুলক কোন কাজে আসে নাই, যেই দেশের ৫০% মানুষ দরিদ্র, সেই দেশের মানুষকে পাহারা দেওয়ার নাম কইরা, দেশপ্রেম এর ধুয়া তুইলা, বন্দুক কান্ধে নিয়া দাড়াইয়া থাকার বিনিময়ে বছরের পর বছর বেতন নেয়া, রেশন নেয়া, এই গুলা কি দেশপ্রেম এর নমুনা নীতি বইলা একটা পদার্থ ছিল না? কই থাকে আপনার ভাল মানুষ? আমি ত দেখি না

দেশে এখন যা হইতেছে, এই কয়দিন যা হইল, এই নিয়া অনেক য়ে অনেক কথা বলছে এই রকম তুছছ!!! ঘটনা নিয়া এত কান্ড!!!, অবাক সবাই

যে কথাটা কম বলা হইছে আমি সেটা বলি জনগন এর প্রতি আর্মি এবং পুলিস এর ব্যবহার, যে ভঙ্গি তে কথা বলে, মারধর বাদই দিলাম- কোন মানুষেরই বা সয় দেশে এমন ছাত্র কমই আছে যে জীবনে আর্মি এবং পুলিস এর বাজে ব্যবহার শিকার হয় নাই এই রকম একটা ব্যপার যখন ঢাকা ইউনিভার্সিটি তে ঘটে, ছাত্র-শিখখক লাঞ্চিত হয়, তখন কার ই বা সয়

তুছছ!!! ঘটনা এখন আর তুছছ!!! নাই রাতের আধারে ধরাধরি শুরু হইছে আমাদের জন্য এইগুলা আর নতুন কি সারাজীবন এই গুলাই তো দেখলাম ছোট কালে পড়েছিলাম কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়.....মানুষ হয়ে কুকুর কামড়ানো আমার কি শোভা পায় কবিতা ঠিকই আছে, কুকুর কামড়ানো শোভা পায় না, কিন্তূ এখন তো ভাই জান বাচে না, কামড়ানো শোভা না পাইলে পাছায় লাথি দিয়া বিদায় করা নিশ্চই অশোভন কিছু হইব না

আমি যা লিখছি তা কার ভাল লাগুক না লাগুক, কেও পড়ুক না পড়ুক, আমি কোনকিছুর জন্য ই দূঃখীত না আমি আমার মতামত লিখছি

মামুন_ফ্রীথিঙ্কার