অন্তর্গত সৌন্দর্যের আলোয়

আবুল হাসনা মিল্টন

নিকিতা মেয়েটা সুন্দরঈশ্বর তাকে যথেষ্ট রূপবতী করে নির্মান করেছেন তারপরেও তার যতটুকু ঘাটতি ছিল রূপে, নিপুন হাতে তা পূরণ করেছেন ইউরোপের খ্যাতিমান কোন লেজার চিকিসা বিশেষজ্ঞআধুনিক চিকিসা প্রযুক্তির ছোঁয়ায় সে হয়ে উঠেছে অপরূপা, অনন্যাতার রূপের অনলে পুড়তে নির্দ্বিধায় ঝাপ দিয়েছে বাংলাদেশের ধনবান পুরুষেরাশরীরী সুধাপানের বিনিময়ে তাকে অর্থে-অলংকারে-জৌলুষে মুড়ে দিয়েছেন জয়নাল নামের এক ধনকুবেরতারা দামী গাড়ীতে চড়েছে, প্রাসাদসম বাড়িতে বসত করেছে, সমুদ্রজলে টাকা ছিটিয়েছে, ইচ্ছে হলেই ক্রেডিট কার্ড ঘষে উড়িয়েছে কোটি কোটি টাকা 

শুধু নিকিতা বা জয়নাল নয়, পৃথিবীর অন্যতম দরিদ্র দেশের রাজধানী ঢাকায় এরকম চকচকে উজ্জ্বল মানুষ বেশ চোখে পড়েতারা মার্সিডিস বেঞ্জ বা হ্যামারের মত দামী গাড়িতে চড়ে, বৃষ্টিøাত রাস্তায় পথচারীদের গায়ে ছিটিয়ে দেয় অবজ্ঞার জলতাদের সারা শরীরে দামী পারফিউমের সুঘ্রান, পাশ দিয়ে হেঁটে গেলে মৌমৌ গন্ধে ভরে ওঠে চারিপাশগায়ে তাদের  বিশ্বখ্যাত ব্রাণ্ডের পোষাক, চোখে রঙীন চশমাঢাকায় থেকেও ওরা বাস করে স্বর্গের কামরায়গরীব দেশের ওরা সংখ্যালঘু সৌভাগ্যবান, অগাধ বিত্তের মালিক 

ওদের এই বিত্তের-প্রাচুর্যের উস কোথায়? বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যতই জানছি ততই যেন অবাক হচ্ছি, মুক ও বধির হয়ে যাবার অবস্থা হয়েছে আমাদেরএইসব রঙীন চকচকে মানুষগুলোর অধিকাংশই দুর্বৃত্ত, লুটেরা, চরিত্রহীন, নষ্ট, ভ্রষ্ট, আবর্জনাসমএরা ড্রাগস ব্যবসায়ীএরা কর ফাঁকি দেয়, অন্যের জমি জোরপূর্বক দখল করে ঢাকা শহরে গড়ে তোলে বিশাল রিয়াল এস্টেট ব্যবসাএরা পতিতার দালালী করে, রাতের রংমহলে মাতে ব্যবসায়িক লেনদেনে, এরা রাজনীতিবিদদের কেনে নগদ মুদ্রায়অন্ন ছিটালে যেমন ছুটে আসে রাস্তার নেড়ী কুকুর, তেমনি তাদের ছিটানো অর্থের লোভে ছুটে এসে পায়ের কাছে হুমড়ি খায় বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি, প্রতিষ্ঠান 

আমরা দূর থেকে এতদিন এইসব চকচকে মানুষগুলোকে দেখতাম আর দীর্ঘশ্বাস ফেলতামঢাকা শহরে একটি বাড়ি নেই বলে কাছের মানুষেরা কেমন সরু চোখে চেয়েছে নিরাপত্তাহীন এই শহরে গাড়ি কেনা বিলাসিতা নয় বরং অনিবার্য হয়ে গেলে প্রয়োজনীয় টাকার জন্য হাত পাততে হয়েছে ব্যাংকের ঋণ শাখায়।  একজন সর্তীর্থ চিকিসককে মানবিকতার কথা বলতে গিয়ে ধমক খেয়েছি, বলেছেন তাঁর স্ত্রীরও কি ইচ্ছে করো না দামী শাড়ি পড়তেতাকে আমি কিভাবে দোষ দেবো যখন সে আঙুল উচিয়ে বলে পুলিশের সাব ইনস্পেক্টর কোটিপতি, ব্যাংকের কেরানি সীমাহীন অর্থের মালিক, সচিবালয়ের পিওনের  ঢাকা শহরে কয়েকটি বাড়িএইসব টানাপোড়েনের মুখে একদিন ব্যক্তিগত হিসেবে- নিকেশের পরিণতিতে ভীষণ স্বার্থপরের মত দেশত্যাগ করেছিতারপর দেশে ফিরে যাবো যাবো করেও আর ফেরা হয় না, বরং ব্যক্তিগত নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য, নিশ্চিত উপার্জন আর নির্ঝঞ্জাট জীবনের টানে দূর প্রবাসেই বেছে নেই স্বেচ্ছা নির্বাসনদেশের স্বজনেরা ভাবেন কত সুখে আছি, আর আমরা এতকিছুর পরেও প্রবাসে পড়ে থাকি জীবন্মৃতের মতন

ঢাকা শহরে অর্থই সবকিছুর নির্ণায়ক বিত্তের মালিকানায় এখানে নির্ধারিত হয় সামাজিক অবস্থানআমরা যারা শৈশবের আদর্শলিপিতে নীতিকথা পড়েছিলাম তারা একধরণের ধন্ধে পড়ে যাই লেখাপড়া করে যে, সেতো আর আজকাল গাড়ি ঘোড়া চড়ে না, বরং অফিসে অফিসে চাকুরীর আশায় ঘুরে জুতোর তলা ক্ষয় করেসকালে উঠেতো কেউ আর মনে মনে বলে না সারাদিন যেন সে ভালো হয়ে চলেএকদিন মাকে বলেছি, শৈশবে তুমি কেন এসব নীতিকথা শেখাতে গিয়েছিল, এগুলোতো এখন মূল্যহীনমা আজো তাঁর বিশ্বাসে অটল, সে এখনো চায় তার সন্তান যেন বিত্ত নয় চিত্তের প্রাচুর্যে বড় হয়।  বাংলাদেশের প্রায় সব মায়েরাই আমার মায়ের মতন, তাঁরা আজো নৈতিক মূল্যবোধগুলো ধারন করেনকিন্তু আমাদের নীতিহীন, দুর্বৃত্তরা ভুলে গেছে তাদের জন্মের ইতিহাসএত ত্যাগ, এত কষ্টের ভেতর দিয়ে অর্জিত একটি স্বাধীন দেশের এইসব বিত্তশালী ক্ষমতাবান মানুষেরা কিভাবে এত অধঃপতিত হলো? দশ বছর আগেও একজন খ্যাতিমান রাজনীতিবিদ, সাবেক সাংসদকে দেখেছি জামা সেলাই করে পড়তে, নিজের পেশাগত উপার্জনের সিংহভাগ নির্বাচনী এলাকার  গরীব মানুষদের মাঝে বিলিয়ে দিতেঅথচ সন্তানরাও তাঁর এই মানবিকতা ও সাধারণ জীবন যাপনে বিরক্ত হোত, কেন ঢাকা শহরে বাবা একটি বাড়ি করেনি বলে ছিল তাদের আক্ষেপ। 

আমাদের দেশ থেকে, সমাজ থেকে, রাজনীতি থেকে নীতি ও আদর্শের বিদায় হয়েছে সামরিক শাসনের কাল থেকেদীর্ঘ পনেরো বছরের সামরিক শাসনের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি উনিশশো নব্বইয়ের শেষ লগ্নেতারপর নির্বাচিত রাজনৈতিক দলের শাসনে কেটেছে ষোল বছরএই ষোল বছরে কি আমরা পেরেছি সামরিক শাসনের সৃষ্ট দুর্বৃত্তায়নের পথ থেকে বেরিয়ে আসতে? হয়তো কোনো দলের দোষ একটু বেশী, কোনো দলের একটু কম, কিন্তু সামগ্রিকভাবেতো আমরা অধঃপতিত হয়েছি রাজনীতির অধঃপতনের সাথে সাথে নৈতিক পতনও ত্বরান্বিত হয়েছেদেশের সাধারন মানুষের সামনে নায়কহয়েছে তারেক-মামুন-বাবরদের মত নীতিহীন, দুর্বৃত্তরাখুনী, লুটেরা শিল্পপতিদের সব অন্যায়কে আমাদের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের একাংশ প্রশ্রয় দিয়েছে অর্থের বিনিময়ে, মাসিক মাসোহারার বিনিময়ে।  দেশের শাসনভার হাতে নিয়ে ক্ষমতাসীনরা দুহাতে লুন্ঠন করেছে রাষ্ট্রের সম্পদ 

দেশের বর্তমান সরকারকে নিয়ে আশার পাশাপাশি আমাদের অনেকের নানামুখী উদ্বেগ-উকণ্ঠা রয়েছেযদিও ভবিষ্যতই এব্যাপারে যথার্থ মূল্যায়ন করবেতবে তাদের কল্যানে আমরা দুর্নীতির অথৈ জলের নীচে ডুবে থাকা বিশাল শৈলচূড়ার শীর্ষদেশ খানিকটা হলেও দেখতে পেলাম ভবিষ্যতের কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় এসে এইসব দুর্বৃত্তদের আইনের মারপ্যাচে মুক্তি দেবেন কি না জানি না, তবে ভাবতে কষ্ট হয় এইসব নষ্ট মানুষগুলো কিংবা তাদের তথাকথিত গর্বিত স্বজনেরা আবার বুক ফুলিয়ে প্রকাশ্যে বিচরন করবেআরো নষ্ট-ভ্রষ্ট হবে এইসব লুটেরার দল, তছনছ করে দেবে আমাদের শুদ্ধতার বাগানগুলো 

আমরা কবে প্রকৃত শিক্ষার আলোয় উজ্জ্বল হবো? আমাদের রাজনীতিবিদরা কবে সততা-দক্ষতা-নৈতিকতায় দীক্ষা নিয়ে আমাদের ভবিষ্যত নির্মানে নেতৃত্ব দেবেন? আমরা কবে আমাদের তরুন প্রজন্মের হাতে ইয়াবার পরিবর্তে তুলে দেবো সদ্য প্রকাশিত কবিতার বইআমরা কবে প্রকৃত মানুষ বিনির্মানে উসাহিত হবো? আমরা কবে বিশ্বাস করবো, মানুষের যা কিছু সম্পদ আছে তার মধ্যে সবচেয়ে ক্ষণস্থায়ী ও ভঙ্গুর হলো বাহ্যিক সৌন্দর্য?  

মানুষ প্রকৃত সুন্দর হয় তাঁর অন্তর্গত সৌন্দর্যের আলোয়। 


ডঃ আবুল হাসনা মিল্টনকবি ও চিকিসক, অস্ট্রেলিয়ায় স্বেচ্ছা নির্বাসিত বর্তমানে জীবিকার তাগিদে অস্ট্রেলিয়াস্থ নিউক্যাসেল  বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত