দক্ষিণ-এশিয়ায় বিজ্ঞান এবং যুক্তিবাদ- অভিজিতের সাথে আলোচনা

বিপ্লব পাল

সম্পাদকের নোট-. বিপ্লব পাল গত ৯ই আগাস্ট মুক্তমনার প্রতিষ্ঠাতা সম্পাদক ড. অভিজি রায়ের একটি অডিও সাক্ষাকার গ্রহণ করেন। সাক্ষাকারটি মুক্তমনার সাম্প্রতিক বই 'বিজ্ঞান ও ধর্ম, সংঘাত নাকি সমন্বয়' নিয়ে সূচিত হলেও আলোচনায় ধীরে ধীরে বিজ্ঞান, ধর্ম, দর্শনের নানা প্রসংগ ঘুরে ফিরে এসেছে। উঠে এসেছে ধর্মান্ধতা, মৌলবাদ, নারী স্বাধীনতা এমনকি উপনিবশের প্রসংগ। এসেছে মার্ক্সবাদ এবং বস্তুবাদ; এসেছে আরজ আলী মাতুব্বর, হুমায়ূন আজাদ এবং তসলিমা নাসরীন ইস্যু। পাঠকদের ভাল লাগতে পারে ভেবে এখানে দেওয়া হল।

 

১ম পর্ব

 

২য় পর্ব

 

য় পর্ব

 

৪র্থ পর্ব

 

ম পর্ব

 


. বিপ্লব পাল, আমেরিকাতে বসবাসরত পদার্থবিদ, গবেষক এবং লেখক। এক সময় ভিন্নমতের মডারেটর ছিলেন, বর্তমানে www.fosaac.tv সম্পাদনার সাথে জড়িত।