মুক্তিযুদ্ধ নিয়ে একটি ইন্টারনেট উদ্যোগ
কাজী ফাহিম আহমেদ
মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও চর্চার জন্য ইন্টারনেটে চালু হয়েছে একটি সংগ্রহশালা বা আর্কাইভগড়ে তোলা হয়েছে। এটি তৈরি করা হয়েছে মুক্তমনা ওয়েবসাইটে (www.mukto-mona.com)। এই সংগ্রহশালা বাংলা ও ইংরেজি−দুই ভাষাতেই করা হয়েছে। ইংরেজি অংশে রয়েছে বেশ কিছু চলমানচিত্র (ভিডিও), মুক্তিযুদ্ধ ও গণহত্যাবিষয়ক বেশ কিছু ওয়েবসাইটের সংযুক্তি, গণহত্যার তথ্য ও ছবি, প্রবন্ধ, বিশেষ সাক্ষাৎকার, একাত্তরে জামায়াতে ইসলামীর ভুমিকা, চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, বিদেশি চলচ্চিত্র ইত্যাদি বিষয়।
বাংলা অংশে এগুলো ছাড়াও রয়েছে মুক্তিযুদ্ধের কবিতা, প্রবন্ধ ও স্নৃতিচারণ, গল্প ও উপন্যাস, চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, বিদেশি চলচ্চিত্র ইত্যাদি। সাইটটি গ্রন্থনা ও সম্পাদনা করেছেন মুক্তমনার অন্যতম সঞ্চালক ও সম্পাদক জাহেদ আহমেদ।
যা যা রয়েছে
চলমান চিত্র রয়েছে বেশ কিছু। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও গণহত্যার বাংলা অনলাইন আর্কাইভ, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস [১৯৪৭-১৯৭১], বাংলাদেশের রাজাকার, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ইত্যাদি শিরোনামের ভিডিওগুলো দেখা যাবে ইন্টারনেটে ইউ টিউব-এর মাধ্যমে। এ ছাড়া রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ে বিভিন্ন বাংলা ওয়েবসাইটের সংযুক্তি। যেমন: মুক্তিযুদ্ধের অনলাইন লাইব্রেরি-১ ও ২, এটির সংগ্রাহক এম এম রহমান জালাল; একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির ওয়েবসাইট ‘সেক্যুলার ভয়েস অব বাংলাদেশ’।
সাইটে রয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক কবিতা। এর মধ্যে শামসুর রাহমান, নির্মলেন্দু গুণ, ফারুক আযম, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর কবিতা রয়েছে। এ ছাড়া রয়েছে প্রবন্ধ ও স্নৃতিচারণ। এর মধ্যে কয়েকটি হলো জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি (বইটি ইন্টারনেটে বিনামূল্যে পড়া যাবে); সিমিন হোসেন রিমির মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে যাবে না, মুক্তিযোদ্ধা মো. রহমতুল্লাহর ১৯৭১-এর প্রথম ইফতার ও একজন মুক্তিযোদ্ধার কিছু কথা, ফরিদ আহমেদের এ চোখে ঘুম আসে না, অজয় রায়ের মুক্তিযুদ্ধে রৌমারী, মুহম্মদ জাফর ইকবালের কিশোরী মুক্তিযোদ্ধা, মো. আবদুল খালেকের ২৬ মার্চ: ব্যক্তিগত অভিজ্ঞতা, স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে প্রবন্ধ ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস, জাহেদ আহমেদের মুক্তিযুদ্ধের চেতনা: আজকের বাংলাদেশ, মোহাম্মদ জানে আলমের ২৬-এ মার্চের ঐতিহাসিক পটভুমি, এম এম মাহবুব হাসানের ফিরে দেখুন ’৭১, ঘুরে দাঁড়াক বাংলাদেশ, শ্যামলী নাসরিন চৌধুরীর স্নৃতিময় ’৭১, মুহাম্মদ জাফর ইকবালের ঘৃণা থেকে মুক্তি চাই, কর্নেল (অব.) মো. গোলাম মোস্তফা ও মনজুরে মওলার যুদ্ধাপরাধীদের বিচার, আবদুর রউফ চৌধুরীর একটি জাতিকে হত্যা, ইশা মোহাম্মদের বুদ্ধিজীবী হত্যার পোস্টমর্টেম, নুরুজ্জামান মানিকের শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস প্রসঙ্গে, চিররঞ্জন সরকারের জামায়াত কি এবারও পার পেয়ে যাবে, মোহাম্মদ আলী বোখারীর একাত্তরের গণহত্যা ও যুদ্ধাপরাধ, এ জেড এম আবদুল আলীর এক মুক্তিযোদ্ধার পরিচয়, আহসান মোহাম্মদের মুক্তিযুদ্ধের শহীদদের ডাটাবেইস প্রসঙ্গে, রিপন কুমার বিশ্বাসের রাজনৈতিক ব্যর্থতার ফল, সোনা কান্তি বড়ুয়ার যুদ্ধাপরাধীদের হত্যাযজ্ঞের বিচার চাই প্রভৃতি।
মুক্তিযুদ্ধের গল্প ও ছোটগল্পের মধ্যে রয়েছে পাকমন পেয়ার (গল্প): আনোয়ার সাদাত শিমুল, জলিল সাহেবের পিটিশন (গল্প): হুমায়ুন আহমেদ, জিয়াফত (গল্প): সাদ কামালী। উপন্যাসের মধ্যে রয়েছে আনিসুল হকের মা (উপন্যাসটি ইন্টারনেটে বিনামূল্যে পড়া যাবে) এবং হুমায়ুন আহমেদের জোসনা ও জননীর গল্প। নতুন প্রজন্নকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর জন্য ইন্টারনেটে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
উৎস : প্রথম আলো