সচিব যখন রাজাকার  (ছড়া)    

জাহেদ আহমদ  

সাহস কত ব্যাটারা করবে

বিচার আমাদের,

রাজকার নাকি নিজামী আর আমি-

রাজাকার মোল্লা কাদের!

 

রাজাকার হলে নিজামী-মুজাহিদ

কি করে হন মিনিস্টার?

এতগুলো বছর সচিব হয়ে আমি

কি করে করেছি পার?

 

জোট বেঁধেছে বিচার চাইছে

আমাদের দিবে সাজা,

এতকাল পরে মরে যাওয়া রক্ত

হইবে কি আর তাজা?

 

আমি তো কখনো জামাত করিনি

তবু ফাঁসাতে চায়,

সকলে জানে আমি সদা ব্যস্ত

ইসলামী গবেষণায়।

 

মুক্তিযুদ্ধ বলব কেন

ছিল যা সিভিল ওয়ার,

এত কাল পরে এত সহজে

মানব কেন হার!

 

কত সরকার আসল-গেল

কেউ করেনি বিচার,

এত কাল পরে কেন করছিস,

এই নিয়ে চিকার!

 

ক্বাদের-মুজাহিদ-নিজামী আর আমি

গোলাম আযম নিয়ে বসি,

কি করিলে এবার পাইব পার

সেই অংক কষি।

 

হঠা করে নূরানী হাসি

গোলাম সাহেবের মুখে,

এই বিপদে আমি ভাবি উনি

কি করে থাকেন সুখে?

 

হাসিয়া বলেন গোলাম সাহেব,

খবরদার, ডরো মাত্  

আগের ওষুধে এবার ও সবকটা

হইবে কুপোকাৎ।“

 

বাংলাদেশের বারোটা বাজাইতে

ইন্ডিয়ার এই চাল,

সবাইকে জানাও, ইন্ডিয়ার জন্য

আমাদের এই হাল।

 

যাঁরা বলে দালাল আমাদের

যাঁরা বলে রাজাকার,

কেউ নয় এরা বাংলাদেশের

সব কটা ইন্ডিয়ার!

 

                                                       -----

নিউ ইয়র্ক 
৪ নভেম্বর ২০০৭

লেখকের পরিচয়ঃ ‘মুক্তমনা’ (www.mukto-mona.com) হিউম্যানিস্ট ফোরামের কোমডারেটর ও সম্পাদক মন্ডলীর সদস্য। ই-মেইলঃ [email protected]