স্বাধীনতা কাহারে কয়?
(একটি ছড়া)ডান্ডা-বেড়ি চলবে না আর
চলে গেলে ব্রিটিশ;
নয় নিপীড়ন, আসবে এবার
স্বরাজ আর জাস্টিস্।গেল ব্রিটিশ আসল পাকি
ভয় বুঝি আর নাই,
বাংগালীকে ঠিক পেটালো
মুসলমানের ভাই!গেল পাকি, স্বাধীন হলাম
ভয় এবার আর কি!
দেখব না আর কোন ব্রিটিশ
দেখব না পাকি!
বাপ-দাদা মোর কপালপোড়া
আমি স্বাধীন দেশে-
এই ভেবে তাই সুখ পেয়েছি
দুঃখ-কষ্ট-ক্লেশে।অতঃপর-
বাপ-দাদাদের জুটেনি যা
জুটল আমার শেষে
স্বাধীন দেশে সর্ষে যে ভূত
ব্রিটিশ-পাকি-র বেশে!বাংলাদেশে আর্মি-পুলিশ
বড় লাটের বেশে,
কপাল ভাল বাপ-দাদাদের
বুঝি অবশেষে!
নিউ ইয়র্ক
২৭ আগষ্ট, ২০০৭
_____লেখকের পরিচয়ঃ‘মুক্তমনা’ হিউম্যানিস্ট ফোরামের কোমডারেটর এবং সম্পাদকমন্ডলীর সদস্য। ই-মেইলঃ [email protected]