জানুয়ারী মাসের গল্প

লুনা শীরিন

কনকনে শীত, সেই সাথে কুঁচি কুঁচি বরফে ছেয়ে যাচ্ছে সারা শহর। আমি মাত্র দেড়মাস আগে পৌঁছেছি টরোন্টো শহরে। বাড়িতে ছোটদুটো বাচ্চাকে বোনজামাই এর কাছে রেখে আমি ছুটছি ৬ ঘন্টার একটা ট্রেনিং-এ

২০০৪ সালের ডিসেম্বর মাসের ২০ তারিখে ৫ বছরের বাচ্চাকে সংগে নিয়ে টরোন্টো পৌঁছেছিলাম আমিতারপর থেকেই আরো লক্ষ লক্ষ নতুন ইমিগ্রান্টদের মতো আমার পৃথিবীও দুলে উঠেছিলো। কি করলাম আমি? কেন এলাম এই শহরে? কিসের আশায়? এরকম লক্ষাধিক প্রশ্ন আমার বিদেশ আসার সব আয়োজনকে ভেংগে চুরমার করেছিলো প্রথম দুতিন দিনেইকিন্ত মানুষ মনে হয় পৃথিবীর সেই প্রাণী যে সবচেয়ে বেশী সয়। আমার নানী বলতেন যে সয় সে রয়। আমিও আর সবার মতোই সাধারন মানুষ। বরং বলা  উচিত বড় বেশী সাধারন ছোটবোনের বাড়িতে এসে উঠেছি।বোন ও বোন জামাই ডিসেম্বর এর ছুটি শেষে অফিস শুরু করলো আর আমিও বাচ্চাদের  স্কুলে দিয়ে আসার পর অফুরন্ত অবসর পেলাম। সেই সময়কে কাজে লাগিয়ে ম্যাগডোনাল্ডসে কাজ জুটিয়ে ফেললাম একটা

জানুয়ারী মাস, ২০০৫ সাল। তখনো আমার সিন কার্ড হাতে আসেনি। টরোন্টো শহরের সবাই বলল, এই সময়টা হায়ারিং হয় না।  কিন্তু আমাকে ঠেকাবে কার সাধ্য? সেই ট্রেনিংয়েই ছুটছিলাম আমি সেদিন। সে কি উত্তেজনা, আমার আশে পাশের অনেকেই ধণ্যি ধণ্যি করতে লাগলো। তুই এত তাড়াতাড়ি কাজ পেলি কি করে? আমার ছোটবোনের এক বিদেশী কলিগ তো বলেই বসলো, তোমার বোন কি অনেক স্মার্ট যে মাত্র দেড় মাসের মাথায় কাজ পেলো না,স্মার্টনেস দিয়ে কাজ হয়নি আমার, কাজ পেয়েছি লেগে থেকে

২০০৫ সালের মাঝামাঝি সময় থেকে আমি একটি কলেজে দুবছরের ফুলটাইম পড়াশোনায় ঢুকে গেলাম। আর সেই বছর থেকেই আমার চিন্তা কি করে আমি একটা জব পাবোআমার ফিল্ডেই প্রোফেশনাল জবযদিও ততদিনে আমি জেনে গেছি যে টরোন্টো শহরে টিকে থাকা কাকে বলে আর জবেরই বা ভবিষই কি এই কথাটা বলতে গিয়েই আমার ছোটবোনের সাথে আমার একদিনের কথোপকথনের লোভ সামলাতে পারছি নাআমার বোন তখন কাজ করতো রায়ারসন ইউনির্ভাসিটিতে যদিও অফিস জব কিন্তু আমার মুর্খতার কারনেই আমি ওকে একদিন বললাম তুই কি কাজ করিস ওখানে, খুব হেসে সেদিন কণা আমাকে বলেছিলো, “মেজপা আমি যা করি তার জন্য আমার তিনটা মাস্টার্স এর কোন দরকার ছিলো না। আমার দেশের ইন্টারমিডিয়েট পাশ করলেই আমি এই জবটা করতে পারত। (এখন চাকরি নিয়ে কণা চলে গেছে সেই ডালাস শহর।) এই শহরে আমি মনে হয় এই গল্পটা কয়েক লক্ষবার করেছি কারন এই সত্য শুধু কণার জন্য নয় বরং পুরো টরোন্টোর চাকরিবাজারেই এটা ভীষন সত্যযাই হোক, সাহস করে তো পড়া শুরু করলাম এবং সেই প্রথম সেমিস্টার থেকেই চাকরি পাবার জন্য উঠেপড়ে লাগলাম। কারন আগেই বলেছি আমার জীবনের কাল হচ্ছে আমার অদম্য উসাহআমি কলেজে যাই আর তক্কে তক্কে থাকি আমার লাইনের জবের জন্য। একটা ভলান্টারি কি করে জোটানো যায়। দেখতে দেখতে ২০০৫ সাল প্রায় ফুরিয়ে  আসতে লাগলো। একদিন আমার সহপাঠী বন্ধু সুমনের দিদির বাড়িতে বেড়াতে গিয়ে ননপ্রফিট অর্গানাইজেশন(এজিনকোর্ট কমিউনিটি সার্ভিস সেন্টার) এর সূত্র পেয়ে গেলাম। কি খুশি আমি সেদিন। ডেভিডদাকে বললাম দাদা চাকরি দিতে হবে না শুধু গেইল গিলবার্ট (ইডি,এজিন কোর্ট) এর সাথে পরিচয় করিয়ে দেন। আমি ভলান্টারি কাজ  করবো

২০০৬ সাল জানুয়ারী মাস, আমি এজিনকোর্টে ভলান্টারি শুরু করলাম। মনে পড়ে কলেজ শিক্ষক এ্যান বোরলেন্ড খুশিতে ফেটে পড়ছিলো। আমাকে বলল ইউ উইল গেট দ্যা জব সুন।

আমার সময় কেটে যেতে লাগলো। ম্যাক এ পার্টটাইম কাজ করি, ফুলটাইম ক্লাস করি, সপ্তাহে একদিন ভলান্টারি করি আর স্বপ্ন দেখি একদিন আমি এই শহরে ভালো কাজ পাবো,যদিও সময়র সাথে সাথে আরো বেশী বাস্তবতা আমাকে ঘিরে ধরেছিলো। আমি জেনেছিলাম চাকরি টরোন্টো শহরে সোনার হরিণ২০০৬ সালের শেষের দিকে কলেজেই পরিচয় হয় ক্লাসমেট জুডির সাথে। ও কাজ করে কলেজে আই সেন্টার এসোসিয়েটস  হিসেবে। আমার তখনো পড়া শেষ হতে ৬ মাস বাকী। জুডিকে বললাম, আমি কাজ করতে চাই। জুডি পথ দেখায়

২০০৭ সালের জানুয়রী মাসের ৯ তারিখে আমি কলেজে পার্টটাইম কাজ পাবার পরে মনে হয়েছিলো মানুষের অসাধ্য কি আছে? অনেক আত্মতৃপ্তি আর বিশ্বাসের সূচনা করেছিলো সেন্টেনিয়াল কলেজের কাজটা মাত্র ৬ টা মাস। আমি পলক ফেলার আগেই শেষ হয়ে গেলো। আমার পড়াও শেষ হলো। সব শেষ, চারিদিকে শুন্যতা, আমি তখনো আলোর খোঁজে ঘুরছি। এজিনকোর্টে কাজ করতাম গায়ানিজ মহিলা মেয়েলিন সিংরয়ের সাথে। মেয়েলিনের কানেকশনে আমার লাইনেই একটা পার্টটাইম কাজ পেলাম। খুব অল্প আওয়ার, প্রয়োজনের অর্ধেকটাও মেটায় না। কিন্ত এই লাইনেই আমার জব হবে এটুকু নিশ্চিত বুঝে গেলাম আমি দিন কাটে, রাত আসে। আমি আর আমার ছেলে দিন গুনি। আমি স্থির সিদ্ধান্ত নিয়েছি জব না জোগাড় করে ছাড়বো না। ২০০৭ সাল প্রায় শেষ হয়ে এলো। আমাকে কি আরো একবছর পার করতে হবে? এমনি নানান অনিশ্চয়তা নিয়ে দিন পার করছি আর ছাড়ছি জব এপ্লিকিশেন। কেমন কেমন করে ডিসেম্বর মাসেই আমি তিন জায়গা থেকে ইন্টাভিউ কল পাই। আশা বেড়ে যায় আরো মনেযোগ দিয়ে কাজ খুঁজতে থাকি

২০০৮ সালের জানুয়ারী মাসের ৮ তারিখ, কস্টি থেকে ফোন করে আমাকে জানানো হয় উই ওয়ান্ট টু অফার ইউ দ্যা জব। আমার পৃথিবী দুলে উঠে, কেমন নিভার্র মনে হয় জীবনকে জন্মেছিলাম এই জানুয়ারী মাসেই। রংপুরের কারমাইকেল কলেজের সেই ছোট একতালা বাড়ি, খুব ভোরে আমি এসেছিলাম পৃথিবীতে। মা বলেছেন, আমি হবার পরে বাবা যখন আজান দেন তখনো নাকি শীতের কুয়াশা কাটেনি। চারপাশটা অন্ধকার হয়ে ছিলো, আর ঠিক সেইদিনটাতেই পৃথিবীর বুক চিরে প্রথম লুনা  নামে একটি রকেট চাঁদে গিয়েছিলো বলেই আমার নাম হয়েছে লুনা

এসব গল্প যখন লিখছি তখনো আমার বেসমেন্ট দিয়ে আমি দেখতে পাচ্ছি চারপাশটা অন্ধকার হয়ে এসেছে। এখন টরোন্টোতে তাড়াতাড়ি সন্ধ্যা হয়। জানুয়ারী মাস বলেই হয়তো এমন হয়আমি আধাঁর  ঠেলে ঠেলে আলো খুজে বেড়াই,আলোর কোন যোগ নেই আমার রাশিতে। মধ্যবিত্ত কলেজ শিক্ষকের ঘরে জন্ম আমার। খুব বড় করে স্বপ্ন দেখার মতো কোন ঘটনা কখনোই ছিলো না। বরং ছোটবেলা থেকেই জানানো হয়েছিলো ভাগ্য গড়তে হয়, কেউ গড়ে দেয় নাআমি তো গড়তেই চেয়েছি নিজেকে, কিন্তু জানুয়ারী মাস এলেই কেন অন্ধকার হয়ে আসে আমার পৃথিবী? আমার অতীত, আমার ফেলে আসা সময়, সবকিছু কেমন সাদা সাদা বরফে ডেকে যায় ।     

টরোন্টো, কানাডা                                                                                     Email:[email protected]