তিনটি কাগজ- ছোট কাগজ’ 

রণদীপম বসু 

দৈর্ঘ্য-প্রস্থে কলেবর বাড়িয়ে দিলেই যেমন বড়-কাগজহয় না, বিপরীতক্রমে কমিয়ে দিয়েও তা ছোট-কাগজহয়ে যায় নানতুন স্বর ও সাহসী উচ্চারণে এস্টাব্লিশম্যান্টের হস্তী-ভক্ষ্য কলাগাছের অসারতাকে যানাকি সত্যনিষ্ঠ উদারতায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে সেটাই ছোট-কাগজএমন বিশিষ্টতার ঔজ্জ্বল্য নিয়ে তেমন কোন ছোট কাগজ কি আমাদের শিশু-সাহিত্য বা ছড়া-কবিতার অঙ্গনে খুব একটা চোখে পড়ে? আর থেকে থাকলেও এর খিন্ন আয়ু এবং এর প্রাসঙ্গিক অনিবার্যতায় কৌতূহলী সাধারণ পাঠকের কাছে সহজলভ্য থাকে না তারপরেও কিছু কিছু কাগজ তার চোখ-ধাধানো ঝিলিক দিয়ে স্বাতন্ত্র্যটুকু জানান দিয়ে যায় বৈকি সম্প্রতি খুব অল্প সময়ের ব্যবধানে এরকমই তিনটি কাগজ বেরিয়েছে অন্ত্যমিল, ছড়াড্ডা ও চমচম 

অন্ত্যমিল’         

রহমান তাওহীদ সম্পাদিত অন্ত্যমিল কিশোর-কবিতা সংখ্যাটি বগুড়া থেকে প্রকাশিত ৪র্থ বর্ষ ৩য় সংখ্যাহাতে রাখার মতো এ সংখ্যাটি ইতোমধ্যেই শিশু-কিশোর-সাহিত্যের অঙ্গনে একটা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে চারুপিন্টুর দৃষ্টিনন্দন প্রচ্ছদের দুই মলাটের ভেতরে আট ফর্মার মোটা তাজা ও কড়কড়ে অবয়বে আগাগোড়া সুশৃঙ্খল সম্পাদনার চারুময় ছাপ এর উল্লেখযোগ্য আকর্ষণতবে প্রধান আকর্ষণ ভেতরের লেখা সমেত গোটা কাগজটিইএতগুলো মননশীল প্রবন্ধ, গদ্য, আলোচনা, ছড়া-পদ্য-কবিতার সাম্প্রতিক পাঠ একসাথে পাওয়া বিশাল ব্যাপার বৈকিএ অঙ্গনের বর্তমান হালচালটা একটু পরখ করে নিতে কৌতূহলী পাঠকের জন্য এ সংখ্যাটা অত্যন্ত সহায়ক হবেএতে প্রবন্ধ লিখেছেন- হুমায়ুন সাদেক চৌধুরী, ইলতু আলীদ, মুহাম্মদ নিযামুদ্দীন, জাকির আবু জাফর, জুলফিকার শাহাদা ও মাহ্ফুজুর রহমান আকন্দবই নিয়ে আলোচনা করেছেন- সেলিনা শেলী, আদিত্য রুপু, আফসার নিজাম, এফ শাহজাহান ও মিজান আহসানঅন্ত্যমিল পূর্বসংখ্যা নিয়ে মতামত লিখেছেন- ইলতু আলীদ, মুহাম্মদ নিযামুদ্দীন, মাহফুজ ফারুক ও তপন বাগচীআর পদ্য কবিতা লিখেছেন- রাশেদ রউফ, অরুন শীল, জুলফিকার শাহাদা, নাসিরুদ্দীন তুসী, সাজ্জাদ বিপ্লব, ফারুক হোসেন, মুহাম্মদ নাসির উদ্দিন, জসীম মেহবুব, পল কান্তি বড়য়া, নাজিব ওয়াদুদ, মিজানুর রহমান শামীম, বিপুল বড়য়া, মাসুদ আনোয়ার, কামাল হোসাইন, আবুল কালাম বেলাল, মন্জু রহমান, নূরুল ইসলাম খান, সনজিত দে, এম এ কাইউম, রণদীপম বসু, শাকিল ফারুক, মাসুদ কামাল, ফজলুল হক তুহিন, জুবাইদা গুলশান আরা ফেন্সী, সৈয়দ আমির উদ্দিন, আরিফ বখতিয়ার, শামীম হাসনাইন, মামুন সারওয়ার, মামুন-আল-রশীদ, জোবায়ের আসাদ, আসাদুজ্জামান খোকন, মাসুম আওয়াল, আবদুল মতিন রিপণ, সাইফ মাহাদী, জালাল খান ইউসুফী, মাহফুজ ফারুক ও গোলাম নবী পান্নাতবে সংখ্যাটির বিশেষ আকর্ষণ হচ্ছে আদিত্য রুপুর নেয়া এ অঙ্গনের ভিন্ন ভিন্ন বয়সী চার কবির এক ব্যতিক্রমী সমন্বিত সাক্ষাকারএই এক্সক্লুসিভ সাক্ষাকার দিয়েছেন আখতার হুসেন, সুজন বড়য়া, রাশেদ রউফ ও জুলফিকার শাহাদা 

ছড়াড্ডা’ 

রাজশাহী থেকে প্রকাশিত আরিফ বখতিয়ার সম্পাদিত ছড়া বিষয়ক লিটল ম্যাগাজিন ছড়াড্ডা চারুপিন্টুর চারুময় চমকার প্রচ্ছদে মোড়ানো চার ফর্মার এই ছোট কাগজটি দেখলেই হাতে নিতে ইচ্ছে করবে ঠাসবুনুনি লেখা-সমৃদ্ধ এ কাগজটিও ইতোমধ্যে বেশ আলোচিত হয়ে ওঠেছে এর ভেতরে রাখা মশলার কারণেইহাতে রাখার মতো এ কাগজে প্রবন্ধ, গদ্য ও পাঠ-আলোচনা লিখেছেন- মুহাম্মদ নিযামুদ্দীন, জসীম মেহবুব, মন্জু রহমান, মুহাম্মদ নাসির উদ্দিন, ইলতু আলীদ, মাহফুজুর রহমান আকন্দ, জুলফিকার শাহাদা, মাসুদ কামাল, ফজলুল হক তুহিন, সতীশ বিশ্বাস, রহমান তাওহীদ, মাসুম আওয়াল ও সাইফুল হক সিরাজীরয়েছে সাজ্জাদ বিপ্লবের নেয়া ছড়াকার মুহাম্মদ নাসির উদ্দিন-এর একটি সুন্দর সাক্ষাকারযাঁদের ছড়া দিয়ে সাজানো হয়েছে সংখ্যাটি, তাঁরা হলেন- শফিক ইমতিয়াজ, সাজ্জাদ বিপ্লব, ইমরান পরশ, মঈন মুরসালিন, নূরুল ইসলাম খান, মিজানুর রহমান শামীম, মাসুম হামিদ, মানসুর মুজাম্মিল, কমলেশ সরকার, বিপুল বড়ুয়া, সুজিত মণ্ডল, হাসান তানভীর, মামুন সারওয়ার, পল কান্তি বড়ুয়া, বিশ্বজি সেন, নাজিব ওয়াদুদ, আসাদুজ্জামান খোকন, আবিদ আজম, মাহফুজ ফারুক, এম এ কাইউম, গিয়াস উদ্দিন রূপম, জাইদুর রহমান, গোলাম নবী পান্না, আতাউল্লাহ রুনু, আদিত্য রুপু, প্রতীক ওমর ও আহমাদ মোবাশ্বির 

চমচম’ 

গাইবান্ধা থেকে প্রকাশিত প্রতীক ওমরের সম্পাদনায় দুই ফর্মা আয়তনের ছড়া বিষয়ক লিটল ম্যাগাজিন চমচম’-এর দ্বিতীয় সংখ্যা জুন২০০৭ কাগজটির মেটে-রং প্রচ্ছদ-কভারের ভেতরে সাধারণ কাগজ দেখে ঘাবড়ে যাবার কিছু নেইবরং চোখ অশিক্ষিত হলেই ঘাবড়ে যাবার সম্ভাবনা বেশিকেননা ওখানে ভারী ভারী প্রবন্ধ গদ্য আলোচনা লিখেছেন- ইলতু আলীদ, এফ শাহজাহান, অমিয় কুমার সেনগুপ্ত, ড.মাহফুজুর রহমান আখন্দ, প্রতীক ওমর ও এহসান হায়দারইলতু আলীদের মুখোমুখি হয়েছেন মাহফুজ ফারুক এবং ছড়া লিখেছেন- জসীম মেহবুব, জোবায়ের আসাদ, মিজান আহসান, শাহীন সজল, বিকর্ণ রায়, জুলফিকার শাহাদা, ডাঃ আর এ এম তারেক, মোস্তফা কামাল, গোলাম নবী পান্না, বিশ্বজি সেন, এম সেলিম রেজা, রুহুল আমিন মুকুল ও এইচ এম জুয়েল মণ্ডল

 বোদ্ধা পাঠক ঠিকই খুঁজে নেবেন তাঁর প্রয়োজনীয় লেখাটি 

[‘ছন্দ’, নভেম্বর২০০৭, ১ম সংখ্যা]

ঢাকা, বাংলাদেশ