পাপনের মা পাপনকে বাঁচায় বেশরম বান্দরের বেশরম হাত থেকে, কিন্তু আরেক পাপনকে ঠিকই ধরা দিতে হয় বৈধ খদ্দেরের চারদিনের ইচ্ছার কাছে। পাপকে বুকে বুজে মরে সে-পাপনের ভাবনাগুলো; বের হতে পারে না ওষ্ঠ দিয়ে, কারণ জন্ম দেওয়ার অধিকারে পিতামাতা তার ওষ্ঠ যে বেঁচে দিয়েছে উসব করে। একদিন অভ্যস্ত অব্যক্তি-পাপনের ভুবন বলে কিছু থাকে না আপন, সময়ে domestic animal-এর ওপর কার না মায়া পড়ে? এমনি করেই হয়তো এক জীবন আর এক জীবনের সাথে এতটা যায় জড়িয়ে।

লেখককে অনেক অনেক ধন্যবাদ জানাই।  

রাশেদুল