পিটিশন

ঢাকা বিশ�?ববিদ�?যালয়ের শিক�?ষক �?বং ছাত�?রদের অবিলম�?বে ম�?ক�?তি দিন

মাননীয় প�?রধান উপদেষ�?টা,

আমরা আতঙ�?কের সাথে লক�?ষ�?য করছি যে, অন�?য কেউ  নয়, বরং আপনার তত�?ত�?বাবধায়ক সরকার - যাকে বাংলাদেশের মিডিয়ায় �?বং পত�?র-পত�?রিকায় সাম�?প�?রতিককালে গঠিত হওয়া সরকারগ�?লোর মধ�?যে সবচেয়ে ‘ভদ�?র ও সভ�?য সরকার’ বলে আখ�?যায়িত করা হয়েছে, সেই সরকার ঢাকা ও রাজশাহী বিশ�?ববিদ�?যালয়ের পা�?চজন প�?রবীণ অধ�?যাপককে তথাকথিত 'সন�?দেহের বশে' গ�?রেফতার করেছে। সহ উপাচার�?য, বিভাগীয় ডীন, বিভাগীয় প�?রধানের মতো সম�?মানজনক পদমর�?যাদায় পূর�?বে অধিষ�?ঠিত ছিলেন �?ই শিক�?ষকরা, তাদেরকে সাম�?প�?রতিক কালে বিশ�?ববিদ�?যালয় চত�?বরে ঘটে যাওয়া সরকার বিরোধী অশান�?ত ঘটনার নেতৃত�?ব দানের সন�?দেহে গ�?রেফতার করা হয়েছে। গ�?রেফতারকৃত শিক�?ষকরা হলেন,

  • অধ�?যাপক আনোয়ার হোসেন, চেয়ারম�?যান, প�?রাণরসায়ন ও অন�?প�?রাণ বিজ�?ঞান বিভাগ �?বং আনবিক জীববিজ�?ঞান �?বং ঢাকা বিশ�?ববিদ�?যালয়ের শিক�?ষক সমিতি ( DUTA ) �?র সাধারণ সম�?পাদক।

  • অধ�?যাপক হার�?ন - উর - রাশিদ, ডিন, সমাজ বিজ�?ঞান বিভাগ, ঢাকা বিশ�?ববিদ�?যালয় ।

  • অধ�?যাপক সায়দ�?র রহমান, রাজশাহী বিশ�?ববিদ�?যালয়ের প�?রাক�?তন সহ উপাচার�?য।

  • অধ�?যাপক আবদ�?স সোবহান, রাজশাহী বিশ�?ববিদ�?যালয়ের অগ�?রগামী শিক�?ষক সমিতির আহবায়ক।

  • অধ�?যাপক মলয় ক�?মার ভৌমিক, রাজশাহী বিশ�?ববিদ�?যালয়, ব�?যবস�?থাপনা বিভাগ।

�?র কিছ�?দিন পরে গ�?রেফতার করা হয় ঢাকা বিশ�?ববিদ�?যালয়ের আরো দ�?'জন শিক�?ষককে -

  • অধ�?যাপক সদর�?ল আমীন, প�?রেসিডেন�?ট, ঢাকা বিশ�?ববিদ�?যালয়ের শিক�?ষক সমিতি �?বং ইংরেজী বিভাগের অধ�?যাপক।

  • অধ�?যাপক নিমচন�?দ�?র ভৌমিক, অধ�?যাপক ফলিত পদার�?থবিজ�?ঞান বিভাগ, ঢাকা বিশ�?ববিদ�?যালয় ।

�?র মধ�?যে রাজশাহী বিশ�?ববিদ�?যালয়ের আটককৃত শিক�?ষকেরা সম�?প�?রতি ম�?ক�?তি পেলেও, ঢাকা বিশ�?ববিদ�?যালয়ের সম�?মানিত শিক�?ষকেরা �?খনো কারাগারে অন�?তরীণ। সেই সাথে অন�?তরীণ আছে ঢাকা বিসশ�?ববিদ�?যালয়ের ছাত�?র মনির�?জ�?জামান। সম�?মানীয় প�?রধান উপদেষ�?টা, ১৯৭১ সালে পাকিস�?তানী আগ�?রাসনের সময় বিশ�?ববিদ�?যালয়ের কয়েকজন শিক�?ষককে রাতের আ�?ধারে গ�?রেফতার করা হয়, �?ছাড়া �?র আগে কিংবা পরে আর কখনই বাংলাদেশে নির�?বাচিত সরকারের কার�?যকলাপের সমালোচনার জন�?য কিংবা সরকার বিরোধী কোন আন�?দোলনে অংশ গ�?রহণ করার জন�?য কোন বিশ�?ববিদ�?যালয়ের শিক�?ষককে �?ভাবে গ�?রেফতার করা হয়নি। মাননীয়, যেভাবে গভীর রাতে সাদা কাপড়ে নাসী বাহিনীর মতো �?সে স�?শৃংখল প�?লিশ বাহিনী �?ই পা�?চজনকে তাদের বাড়ি থেকে ত�?লে নিয়ে গেছে, �?বং তাদেরকে জ�?ঞিজ�?ঞাসাবাদের জন�?য প�?লিশের হাতে সোপর�?দ করেছে, �?দিক দিয়ে দেখতে গেলে আপনার প�?রশাসন অবশ�?যই বাংলাদেশে �?কটি নূতন ইতিহাসের সূচনা করেছে। বিশ�?ববিদ�?যালয়ের শিক�?ষকদেরকে �?ভাবে গ�?রেফতার করে �?বং বিশ�?ববিদ�?যালয়গ�?লোকে বন�?ধ করে দিয়ে আপনার সরকার শিক�?ষা ব�?যবস�?থা ও বিশ�?ববিদ�?যালয়ের স�?বাধীনতাকে অসম�?মান করেছে। �?কটি চলমান প�?রশাসনের সমালোচনা কিংবা তাদের বির�?দ�?ধে কোন অহিংস আন�?দোলনকে গ�?রেফতারের পরিবর�?তে গঠনমূলক দৃষ�?টিতে দেখা উচি। গ�?রেফতারকৃত �?ই শিক�?ষকরা যারা স�?ব স�?ব কর�?মক�?ষেত�?রে �?কজন বিশেষজ�?ঞ, তাদের সাথে আপনার প�?রশাসন তৃতীয় শ�?রেনীর অপরাধীদের মতো আচরণ করছে। �?টি জাতির কাছে মোটেই বিশ�?বাসযোগ�?য নয় যে, তারা কোন ধরনের দেশদ�?রোহীতাম�?লক কিংবা কোন অসামাজিক কাজের সাথে জড়িত ছিল। হয়তো তা�?রা আপনার প�?রশাসনের গৃহীত অনেক নীতি বা কাজের সমালোচনা করে থাকতে পারনে, কিন�?ত�? তাদেরকে কিছ�?তেই ২২শে আগষ�?ট বিশ�?ববিদ�?যালয়ের বাইরে �?বং তারপর সারা দেশে ঘটে যাওয়া জনতার সহিংস বিক�?ষোভের নেপথ�?যে কলকাঠি নাড়ার জন�?য দায়ী করা যায় না। অপরদিকে, আরো লক�?ষ�?যনীয় ব�?যাপার হলো, যেসব শিক�?ষকরা সমাজে প�?রগতিশীল চিন�?তা, উদার গনতন�?ত�?রে বিশ�?বাস, ধর�?মীয় গোড়ামির উর�?ধ�?বে, সাম�?প�?রদায়িকতা ও মৌলবাদের বিপক�?ষের শক�?তি হিসেবে পরিচিত তাদেরকেই আপনি ত�?লে নিয়ে গেছেন;  স�?বৈরাচার �?বং মৌলবাদের �?র সর�?মথক �?বং পৃষ�?ঠপোশষক যেসব ম�?খচেনা শিক�?ষকরা রয়েছেন �?বং যাদের অনেকেই �?ই সহিংস বিক�?ষোভে ওতপ�?রোতভাবে জড়িয়েও ছিলেন, তারা �?খনও ধরা - ছো�?য়ার বাইরে বহাল তবিয়তেই রয়ে গেছেন। �?টা আপনার প�?রশাসনের �?কটি স�?পরিকল�?পিত দ�?রাভিসন�?ধিমূলক পদক�?ষেপ নয় কি - মাননীয় উপদেষ�?টা, আপনি �? অভিযোগের  কি জবাব দিবেন?

আমরা সবাই জানি, বর�?তমান 'সেনা সমর�?থিত তত�?বাবধায়ক সরকার' পূর�?বের বি.�?ন.পি ও জামাত সরকারের আমলা ও রাজনীতিবিদদের দ�?বারা তৈরী করা দেশব�?যাপী প�?রচন�?ড নৈরাজ�?য, অশান�?তি, অবাধ দ�?র�?নীতির পরিস�?থিতিতে ক�?ষমতা গ�?রহণ করেছেন। আমরা আশা করি, নানাবিধ বিশৃঙ�?খলতা ও সমস�?যার মধ�?যেও তত�?বাবধায়ক সরকারের মূল লক�?ষ�?য হবে - অবাধ ও স�?ষ�?ঠ নির�?বাচনের জন�?য সবধরনের পদক�?ষেপ গ�?রহণ করা ও নির�?বাচনের জন�?য স�?স�?থ পরিস�?থিতি ও পরিবেশ নিশ�?চিত করা। পূর�?বের সরকারদের থেকে কাজকর�?মে আপনারা আলাদা হবেন ভেবে, আমাদের অনেকেই প�?রথমে আশার আলো দেখেছিলাম; ভেবেছিলাম যে, �?ই সরকার হয়তো আমাদেরকে দ�?র�?নীতি বিরোধী, প�?রগতিশীল, ম�?ক�?তচিন�?তার গনতন�?ত�?র উপহার দিবে। কিন�?ত�? সময়ের সাথে সাথে দেখছি তত�?বাবধায়ক সরকার অকারণে অনেক অনাকাংক�?ষিত রাজনৈতিক ব�?যাপারে জড়িয়ে যাচ�?ছেন, �?বং অনেক ক�?ষেত�?রেই মূল লক�?ষ�?য থেকে দূরে সরে যাচ�?ছেন। যদিও সেনাপ�?রধাণ বার বার বলে যাচ�?ছেন যে সেনাবাহিনীর রাজনীতিতে আসার কোন ইচ�?ছা নেই কিন�?ত�? জেনারেল মইন নিজে প�?রায়শঃই আবার বিভিন�?ন অন�?ষ�?ঠানে স�?নিদির�?ষ�?ট রাজনৈতিক বক�?তব�?য দিয়ে যাচ�?ছেন। আমাদের মনে হয় জেনারেল মইন যেভাবে বর�?তমান তত�?বাবধায়ক সরকারকে বিভিন�?ন ক�?ষেত�?রে নিয়ন�?ত�?রণ ও প�?রভাবিত করছেন তাতে আমাদের সেনাবাহিনীর কাছে ভ�?ল সংকেত পৌছেছে আর তারা নিজেদেরকে �?দেশের জনগণের ‘প�?রভ�?’ মনে করছে। নত�?বা কি করে তত�?বাবধায়ক সরকার ক�?ষমতায় আসার পর থেকে �?কটার পর �?কটা মান�?ষের নূন�?যতম মূল অধিকার লঙ�?ঘনের দৃষ�?টান�?ত ঘটে চলেছে? সাম�?প�?রতিক কালে সেনাবাহিনী ও প�?লিশ বাহিনীর দ�?বারা ঢাকা বিশ�?ববিদ�?যালয়ের ছাত�?রদের উপর যে বর�?বরোচিত হামলা চালানো হয়েছে, সেটা শ�?ধ�? জনগণের প�?রতি সামরিক ও প�?লিশ বাহিনীর উগ�?র ঔদ�?ধত�?যপূর�?ণ আচরণকেই ব�?যক�?ত করে। যদিও �?টা সত�?য যে, প�?রধান উপদেষ�?টা হিসেবে আপনি দেশবাসীর কাছে �? ব�?যাপারে দ�?ঃখ প�?রকাশ করেছেন �?বং উত�?তেজিত ছাত�?র সমাজ ও জনগণকে শান�?ত করতে কিছ�? পদক�?ষেপও গ�?রহন করেছেন, কিন�?ত�? বিনা �?জাহারে ও নীতি বহির�?ভূতভাবে বিশ�?ববিদ�?যালয়ের পা�?চজন সম�?মানিত শিক�?ষকের গ�?রেফতারের ঘটনা আপনার সদিচ�?ছা ও আন�?তরিকতা নিয়ে জনমনে প�?রশ�?ন ত�?লেছে।

 



 

স�?বাধীন বাংলাদেশে বিশ�?ববিদ�?যালয়ের শিক�?ষকদের গ�?রেফতারের �?ই নৈরাজ�?যজনক ঘটনার বর�?ণনা আমাদেরকে আবার ১৯৭১ �?র পাক হানাদার বাহিনী আর তার �?দেশীয় দোসরদের গভীর ষড়যন�?ত�?রের নীল নকশার কথা স�?মরণ করিয়ে দেয়, যখন আমাদের জাতীয় বীরদেরকে ধরে নিয়ে গিয়ে অত�?যাচার করে, নির�?যাতন করে, হত�?যা করে প�?রো জাতিকে পঙ�?গ�? করে দেয়ার ষড়যন�?ত�?র করা হয়ে ছিল; �?দের মধ�?যে অনেকেই বিশ�?ববিদ�?যালয়ের শিক�?ষকও ছিলেন। আমরা �?ই ২০০৭ সালে বসে স�?বাধীন বাংলাদেশে সেই �?কাত�?তরের জঘন�?য অপরাধের আর কোন প�?নরাবৃত�?তি দেখতে চাই না। �? দেশের জনগন প�?লিশ কিংবা অন�?য কোন আইন শৃঙ�?খলা রক�?ষাবাহিনীকে আর প�?রভ�?র ভূমিকায় দেখতে চায় না। সে জন�?য আমরা তত�?বাবধায়ক সরকারের প�?রধান উপদেষ�?টা ড.ফখর�?দ�?দিনের কাছে নিম�?নোলিখিত দাবী গ�?লো উত�?থাপন করতে চাই :

১. �?খনো আটককৃত বিশ�?ববিদ�?যালয়ের চারজন শিক�?ষককে অবিলম�?বে ম�?ক�?তি দেয়া হোক �?বং দেশব�?যাপী যে হাজার হাজার মান�?ষকে গ�?রেফতার করা হয়েছে যাদের বির�?দ�?ধে কোন স�?নিদির�?ষ�?ট অভিযোগ নেই তাদেরকে ম�?ক�?তি দেয়া হোক।


২. তদন�?ত কমিশনের রিপোর�?ট যেন সঠিকভাবে জনগনের সামনে আসে সেটা নিশ�?চিত করতে হবে। শ�?ধ�?মাত�?র জনসাধারণকে শান�?ত করার জন�?য �?কটা তদন�?ত কমিশন গঠন করাই যথেষ�?ঠ নয়। হাবিব�?র রহমানের তদন�?ত কমিশনের রিপোর�?ট কেন �?বং কাদের ইঙ�?গিতে আলোর ম�?খ দেখছে না, তা জনগন জানতে চায়।


৩. যেসব সেনা সদস�?য আর প�?লিশ সদস�?য ছাত�?রদেরকে দৈহিকভাবে আঘাত করেছে তাদেরকে যতো শীঘ�?র সম�?ভব আইনান�?যায়ী বিচার করে সাজা দেয়া হোক।

৪. জর�?রী অবস�?থা সহ সংবাদ ও প�?রচার মাধ�?যম থেকে সব ধরনের নিয়ন�?ত�?রন ও নিষেধাজ�?ঞা প�?রত�?যাহার করা হোক। দেশে কিংবা বিদেশে বসবাসকারী প�?রত�?যেকটি বাংলাদেশী নাগরিকের তার নিজের দেশে কি হচ�?ছে সেটা জানার পূর�?ণ অধিকার আছে। �?টা তাদের সহজাত ও জন�?মগত অধিকার, কোন সরকারের অন�?গ�?রহ নয়।

সর�?বশেষ কিন�?ত�? সবচেয়ে গ�?র�?ত�?বপূর�?ণ :

৫. তত�?বাবধায়ক সরকারের যে প�?রধান দ�?বায়িত�?ব �?কটি অবাধ ও স�?বচ�?ছ নির�?বাচন সেটিকে অগ�?রাধিকারের ভিত�?তিতে নিশ�?চিত কর�?ন আর স�?বচ�?ছতা ও জবাবদিহিতার প�?রয়োজনে নির�?বাচনের সময় ও তত�?বাবধায়ক সরকারের কাজের সময় সীমার সংবাদটি জনগণকে পৌছে দিন।
 

আমরা নিশ�?চিতভাবে বিশ�?বাস করি আপনাদের �?খনও সময় আছে ভবিষ�?যতের সরকারদের জন�?য সঠিক উদাহরণ রেখে যাওয়ার। আমাদের বিনীত নিবেদন �?ই যে, তত�?বাবধায়ক সরকারের প�?রধান উপদেষ�?টা হিসেবে আপনি উপরোক�?ত পদক�?ষেপগ�?লো নিলে, ভবিষ�?যতের জন�?য সেটা স�?ফল বয়ে আনতে সাহায�?য করবে, অন�?তত আমরা �?টাই বিশ�?বাস করি।

আপনার অন�?গত,

ম�?ক�?তমনা মডারেশন টীম,

www.mukto-mona.com

২৮শে আগষ�?ট, ২০০৭ (১৬ জান�?য়ায়ী, ২০০৮ �? ঈষ পরিবর�?তিত)

 

নোটঃ পিটিশনটির বক�?তব�?যের সাথে আপনি �?কমত পোষণ করলে অন�?গ�?রহ করে সাইন কর�?ন �?খান:

 



পিটিশনটি ইংরেজীতে পড়�?ন

 

see our other petitions and statements