শিক্ষা আন্দোলন মঞ্চ ও মুক্তমনার নিবেদন মুক্তান্বেষা (প্রথম বর্ষ, প্রথম সংখ্যা)বেরুলো
... পাখি হয়েও ফিরব একদিন
তসলিমা নাসরিন
আমার জন্য অপেক্ষা করো মধুপুর নেত্রকোনা
অপেক্ষা করো জয়দেবপুরের চৌরাস্তা
আমি ফিরব। ফিরব ভিড়ে হট্টগোল, খরায় বন্যায়
অপেক্ষা করো চৌচালা ঘর, উঠোন, লেবুতলা, গোল্লাছুটের মাঠ
আমি ফিরব। পূর্ণিমায় গান গাইতে, দোলনায় দুলতে, ছিপ ফেলতে বাঁশবনের পুকুরে-
অপেক্ষা করো আফজাল হোসেন, খায়রুননেসা, অপেক্ষা করো ঈদুল আরা,
আমি ফিরব। ফিরব ভালবাসতে, হাসতে, জীবনের সুতোয় আবার স্বপ্ন গাঁথতে-
অপেক্ষা করো মতিঝিল, শান্তিনগর, অপেক্ষা করো ফেব্রুয়ারি বইমেলা আমি ফিরব।
মেঘ উড়ে যাচ্ছে পশ্চিম থেকে পুবে, তাকে কফোটা জল দিয়ে দিচ্ছি চোখের,
যেন গোলপুকুর পাড়ের বাড়ির টিনের চালে বৃষ্টি হয়ে ঝরে।
শীতের পাখিরা যাচ্ছে পশ্চিম থেকে পুবে, ওরা একটি করে পালক ফেলে আসবে
শাপলা পুকুরে, শীতলক্ষায়, বঙ্গোপসাগরে।
ব্রহ্মপুত্র শোনো, আমি ফিরব।
শোনো শালবন বিহার, মহাস্থানগড়, সীতাকু- পাহাড়-আমি ফিরব।
যদি মানুষ হয়ে না পারি, পাখি হয়েও ফিরব একদিন।
তসলিমা নাসরিন: আন্তর্জাতিক জগতে নারীবাদী ও মানবতাবাদী হিসেবে সবচাইতে পরিচিত ও জনপ্রিয় বাংলাদেশী লেখিকা। একাধারে কবি, ঔপন্যাসিকা ও প্রবন্ধকার। তাঁর খোলামেলা ও মৌলবাদ বিরোধী লেখার জন্য একই সাথে নন্দিত ও নিন্দিত। তাঁর লেখায় উঠে এসেছে মৌলবাদীদের ও সাম্প্রদায়িকতাবাদীদের হাতে সামাজিক ও রাজনৈতিকভাবে নিগৃহীত সাধারণ মানুষ ও মানুষীর কথা, যে কারণে মৌলবাদীদের হাত থেকে নিষ্কৃতি পেতে দেশ ছাড়তে তিনি বাধ্য হয়েছেন। তাঁর বিরুদ্ধে ধর্মদ্রোহিতা ও অশ্লীলতার অভিযোগে বেশকটি মামলা ঝুলে রয়েছে। তাছাড়া রয়েছে মৌলবাদীদের ঘোষিত ‘শিরমূল্য’। বর্তমানে ষ্টকহোম, নিউইয়র্ক ও কোলকাতায় ঘোরাঘুরি করে বাস করেন এই প্রবাসী লেখিকা। নানা আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। ‘নির্বাচিত কলাম’ ও ‘আমার মেয়েবেলার’ জন্য দু’বার আনন্দবাজার পুরস্কার পেয়েছেন। পল কার্জ পরিচালিত হিউম্যানিস্ট সোসাইটির ঘোষণাপত্রের একমাত্র বাঙালী সাক্ষরদাতা। দেশে ফেরার জন্য মনে রয়েছে প্রবল আকুতি, কিন্তু মৌলবাদের আক্রমণে আক্রান্ত বাংলাদেশের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে প্রচন্ড বাধা।
মুক্তান্বেষা (প্রথম বর্ষ, প্রথম সংখ্যা): যোগাযোগ – সাইফুর রহমান তপন, ৬/৭, সেগুনবাগিচা; বি/৬, ডোমিনো এল্ডোরাডো, ঢাকা – ১০০০, টেলিফোনঃ ৬৬৬৮৬৪০৪৭১, ইমেইলঃ [email protected]