বাংলা ব্লগ

বিবর্তনের আর্কাইভ

বিবর্তন ব্লগ

মুক্তমনা কি?

প্রজেক্ট

ইবই

সাহায্য


  ভ্রান্ত ধারণা

দৈবক্রমে ঘটা বিবর্তন থেকে জটিল জীবের উদ্ভব হতে পারে না। 

অথবা 

বিবর্তন কেবল চান্সের খেলা, চান্সের মাধ্যমে জটিল জীব তৈরি হতে পারে না।

 

 

১) বিবর্তনের বিরুদ্ধে একটি সাধারণ অভিযোগ হল যে এটি আপতন বা chance এর উপর নির্ভরশীল। এই ধারার অভিযোগের একটি জনপ্রিয় উদাহরণ হল জ্যোতির্পদার্থবিজ্ঞানী ফ্রেড হয়েলের “বোয়িং ৭৪৭” যুক্তি, যা বলে যে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে প্রজাতির উপত্তি অনেকটা তুফান ঝড়ের ফলে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু বিচ্ছিন্ন যন্ত্রপাতি থেকে একটি সম্পূর্ণ বোয়িং ৭৪৭ বিমানের উদ্ভব ঘটারই সামিল[1]। হয়েলের “বোয়িং ৭৪৭” উপমাটি বিবর্তনের ক্ষেত্রে পুরোপুরি ভ্রান্ত, হয়েলের এই উপমা সংক্রান্ত দাবীর উত্তর দেওয়া আছে এখানে। 

 

২) প্রথমিকভাবে মিউটেশনের ফলে বিভিন্ন প্রকারণের অভ্যুদয় যেহেতু ইতস্ততঃ বিক্ষিপ্তভাবে (randomly) ঘটে থাকে, অনেকেই ভুলভাবে ধরে নেন পুরো বিবর্তনটাই বোধ হয় কেবল চান্সের খেলাআসলে কিন্তু তা নয় মোটেইবিবর্তনের পেছনে মূল চালিকা শক্তি হচ্ছে প্রাকৃতিক নির্বাচনপ্রাকৃতিক নির্বাচন ব্যাপারটি কোন  কোন চান্স নয়প্রাথমিক পরিব্যক্তি (মিউটেশন) গুলো র‌্যান্ডম হতে পারে, কিন্তু তার পর বৈশিষ্ট্যগুলো ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ার ব্যাপারটি কিন্তু র‌্যান্ডম নয়, বরং ডিটারমিনিস্টিক, কারণ তা নির্ভর করে বিদ্যমান উপযুক্ত পরিবেশের উপরসেজন্যই বিবর্তন কেবল চান্সের খেলা নয়[2] পরিব্যক্তিগুলো র‌্যান্ডম হবার পরেও কিভাবে তা বিবর্তনকে একটি নির্দিষ্ট দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, তা ব্যাখ্যা করা হয়েছে ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের ' If Mutation is Random, Why Does Evolution Occur at All ' প্রবন্ধটিতে প্রবন্ধটিতে দুটি চমকার উদাহরণ হাজির করে বুঝানো হয়েছে - Mutation was random, but selection provided a direction to the evolution. 

 

৩) প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে ঘটা বিবর্তন কোন আপাতনের খেলা নয়, বরং এটা  একটা নন- র‌্যান্ডম  ক্রমবর্ধমান প্রক্রিয়া। ব্লাইন্ড ওয়াচমেকার গ্রন্থে  অধ্যাপক রিচার্ড ডকিন্স  ব্যাপারটি পরিস্কার করেছেন এভাবে[3]

প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে ঘটা ডারউইনীয় বিবর্তন কে এলোমেলো (random) মনে করা শুধু ভুলই নয়, চূড়ান্ত বিচারে অসত্য। এটা সত্যের পুরোপুরি বিপরীত। চান্স জিনিসটা ডারউইনীয় রেসিপিতে খুব ছোট একটা উপাদান, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বড় উপাদানটির নাম ক্রমবর্ধমান নির্বাচন - যেটা একেবারেই নন-র‌্যান্ডম। 

  

৪)  শুধু চান্স দিয়েও যদি হিসেব করা হয়, তাহলেও যুক্তি হিসেবে এটি দুর্বল। অনেকে চান্সের সাথে মিউটেশন যুক্ত করে দিয়ে ঢালাও ভাবে বলেন - এক প্রানী থেকে অন্য প্রানীতে পরিবর্তনের জন্য আলাদা- আলাদা অসংখ্য মিউটেশন হতে হবে। প্রতিটি মিউটেশন হবার সম্ভাবনাই যেখানে প্রায় শুন্যের কাছাকাছি, সেখানে সবগুলো একসাথে হয়ে আলাদা একটি প্রাণী সৃষ্টি হলো, এমনটা ঘটা অকল্পনীয়। উদাহরণ হিসেবে ধরা যাক, একটি ছক্কার গুটি পাঁচবার নিক্ষেপ করা হবে। পাঁচবার নিক্ষেপে যদি পর্যায়ক্রমে ৩, ২, ৬, ২, ৫ উঠে আসে তাহলে ধরে নেওয়া হবে যে একটি প্রাণী থেকে আরেকটি প্রাণী বিবর্তিত হলো। এখন পাঁচবার ছক্কা নিক্ষেপ করে ৩, ২, ৬, ২, ৫ পাবার সম্ভাবনা    বা   , অর্থা,  ৭৭৭৬ বারে একবার একটি নতুন প্রজাতির বিবর্তন কিংবা একটি নতুন অংগের বিবর্তিত হওয়ার সম্ভাবনা এরচেয়ে অনেক অনেক কম বিধায় তারা ধরে নেন বিবর্তন একটি অসম্ভব ব্যাপার।

 

কার্ডের উদাহরণে সম্ভাবনার যে চিত্র তুলে ধরা হয়েছে তাকে বিবর্তনের সাথে একে মেলানো মর্মান্তিক ত্রুটিপূর্ণ এবং অপ্রাসংগিক। চোখের ক্ষেত্রে আমরা দেখেছি, বিবর্তন হবার জন্য অসংখ্য পথ খোলা থাকে। এখন একটি পথ গ্রহণ করে ফেলার পর আমরা যদি সেই পথটি গ্রহণ করার সম্ভাবনা হিসেব করি তাহলে সেটা যুক্তিসংগত হবেনা। উদাহরনের মাধ্যমে কথাটা পরিষ্কার করা যাক।

 

একটি তাসের প্যাকেটে বাহান্নটি তাস থাকে। এখন দোকান থেকে প্যাকেট কিনে, কিনে আমরা টেবিলের উপর তাসগুলো সাজালাম। ধরি আমাদের সামনে   (১ এর পর ৬৮ টি শূন্য) টি তাস আছে। এখন তাসগুলোকে বস্তায় ভরে আমরা ঝাঁকাতে থাকলাম। ঝাঁকানো শেষে আমরা বস্তা থেকে ছয়টি কার্ড বের করবোধরা যাক, আমরা প্রথমে পেলাম স্প্রেডের এর টেক্কা। এরপর যথাক্রমে ডাইসের সাত, চিড়ার দশ, চিড়ার বিবি, ডাইসের ১, হার্টসের রাজা। এখন হাতের মধ্যে প্রাপ্ত অনুক্রমের পাঁচটা তাস ধরে আমরা যদি   টি তাসের মধ্য থেকে এদের পাবার সম্ভাবনা বের করে বলি যে, প্রাপ্ত অনুক্রমটি পাবার সম্ভাবনা অত্যন্ত ক্ষুদ্র সুতরাং এই পাঁচটি তাস পাওয়া অসম্ভব তাহলে কী হবে? হবেনা। বস্তায় ঝাঁকি দিয়ে পাঁচটা হোক, দশটা হোক যে কয়টি তাসই আমরা বের করিনা কেন, সবসময়ই একটি অনুক্রম পাবো এবং সবসময়ই সেই নির্দিষ্ট অনুক্রম পাবার সম্ভাবনা শূন্যের কাছাকাছি হবে। তারমানে এই না যে, আমাদের সম্ভাবনা হিসেব শেষ করার পর হাত থেকে তাসগুলো উধাও হয়ে যাবে। বিবর্তনে র‌্যাণ্ডম মিউটেশনের কারণে অসংখ্য ভ্যারিয়েশন সৃষ্টি হয় এবং নন র‌্যান্ডম প্রাকৃতিক নির্বাচনের কারণে প্রকৃতিতে উপযোগীরাই টিকে থাকে, বাকীরা ঝরে পড়ে। এখন সেই টিকে থাকা একজনকে ধরে কেউ যদি সম্ভবনা হিসেব করে এবং বলে যে সম্ভাবনা খুব কম, সুতরাং এটি ঘটেনি তাহলে সেটা নিঃসন্দেহে ভ্রান্তিপুর্ণ[4]।  শুধু বিবর্তন নয়, অজৈবজনির ক্ষেত্রেও হয়েলের এ ধরণের গণনা ভুল বলে প্রমাণিত হয়েছে; এ প্রসঙ্গে দেখুন - সম্ভাবনার নিরিখে প্রাণের উদ্ভব খুব বিরল ঘটনা- এই দাবীর উত্তর, এবং প্রথম কোষ দৈব প্রক্রিয়ায় তৈরি হতে পারে না- এই দাবীর উত্তর

 

৫)  যদি কোনকিছুকে দৈব বলা হয়, তবে অবধারিতভাবেই প্রশ্ন এসে পড়ে যে, এটি ঠিক কার সাপেক্ষে “দৈব”? হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্রের কথা বলা যেতে পারে যা প্রকৃতিগতভাবে (ontologically) দৈব না, এটি কিছু কিছু বিষয়ের সাপেক্ষেদৈব বিবর্তনও অনেকটা কাজ করে সেভাবেই। তত্ত্বীয়ভাবে একটি সিস্টেমের সম্ভাব্য কারণসমূহ সম্পর্কে যদি আপনার কাছে পরিপূর্ণ তথ্য থাকেও, তবুও আপনি খুব বেশি হলে একটি বস্তুর জন্য একটি বন্টন চিত্রাঙ্ক (distribution curve) আন্দাজ করতে পারবেন, কোন সুনির্দিষ্ট পরিণতিকে সন্দেহতাতীতভাবে প্রমাণ করতে পারবেন না  একে বলে propensity interpretation- বস্তুজগতে যেকোন বস্তু বিভিন্ন প্রকার আচরণ প্রদর্শন করতে পারে, একটি নির্দিষ্ট আচরণ প্রকাশ করা তার পক্ষে সম্ভব নয় এটি সত্য কিনা তা বিবর্তনের সাথে মোটেই প্রাসঙ্গিক না যদি এটি সত্য হয়েই থাকে, তবে সেটি সবার জন্যই প্রযোজ্য হবে- তা সেটা জীব হোক অথবা জড়ই হোক। এসংক্রান্ত আলোচনা দেখুন এখানে

 

মুক্তমনায় প্রাসঙ্গিক প্রবন্ধ : 

 


 

[1] ফ্রেড হয়েল, Evolution from Space, ১৯৮১। ফ্রয়েল এখানে অজৈবজনির মাধ্যমে প্রোটিন অণু সৃষ্টির প্রতি ইঙ্গিত করেছেন।

[2] Why Evolution Isn't Chance, http://www.ebonmusings.org/evolution/evonotchance.html ; এ ছাড়া পড়ুন টক অরিজিন থেকে, John Wilkins, Evolution and Chance, 1997  

[3]  Richard Dawkins, The Blind Watchmaker: Why the Evidence of Evolution Reveals a Universe without Design, W. W. Norton & Company, 1996, page 49.

[4] রায়হান আবীর, নির্ধর্মকথা- এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি (২/৩), মুক্তমনা

 

প্রশ্নোত্তরে বিবর্তন