বাংলা ব্লগ

বিবর্তনের আর্কাইভ

বিবর্তন ব্লগ

মুক্তমনা কি?

প্রজেক্ট

ইবই

সাহায্য


  ভ্রান্ত ধারণা

 

প্রকৃতি জগতে কোন অর্ধ বিকশিত বা অসম্পূর্ণ জীব দেখা যায় না যাদের দেখা যায় তারা প্রত্যেকেই স্বয়ংসম্পূর্ণ এবং পূর্ণ বিকশিতকোন জীবেরই অর্ধবিকশিত বা ত্রুটিপূর্ণ কোন অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না

 

১) অর্ধবিকশিত মানে অসম্পূর্ণ নয়। যে কোন প্রজাতি তার তথাকথিত ‘অসম্পূর্ণতা’ নিয়েই তার মত করে বিকশিত হতে পারে।  যেমন,  আমাদের চোখ পূর্ণ বিবকিশিত এবং সয়ংসম্পূর্ণ ভাবা হলেও  মানুষের চোখ ঈগলের চোখের মত এত দূর থেকে শিকার খুঁজে নিতে পারে না, প্যাঁচা বা বিড়ালের চোখের মতো রাতে দেখতে পায় না, বহু মাছের চোখের মত রঙের প্রতিসরণ সনাক্ত করতে পারে না,  কিংবা মৌমাছির মত অতিবেগুনী আলোতে সংবেদনশীল নয়।  তাহলে কিভাবে দাবী করা যাবে যে আমাদের চোখ পূর্ণবিকশিত এবং সয়ংসম্পূর্ণ?[1]  

 

২)  জীবের কোন অংশকে প্রাকৃতিক নির্বাচনের দৃষ্টিকোন থেকে সুবিধাজনক অবস্হানে আসার জন্য পুর্ণাংগভাবে বিকাশিত হতে হয় নাঅন্ধ হওয়ার থেকে আংশিক দৃষ্টিশক্তি থাকা অনেক ভালোআমাদের মধ্যে অনেকেরই দৃষ্টিক্ষীণতার (myopia) বা দূরের বা কাছের দৃষ্টিহীনতার সমস্যা আছে, তার ফলে আমরা দূরে বা কাছে অস্পষ্ট দেখিকিন্তু আমরা যদি আদিম কালের মত বন্য জীবন যাপন করতাম এই সীমাবদ্ধতাসহ চোখই আমাদেরকে অনেকখানি সুবিধা এনে দিতে পারতোআমরা খাওয়া, আশ্রয়, সঙ্গী বা শিকারী পশুদের দেখতে পেতাম, তাদের নড়াচড়া বুঝতে পারতামযে জনসমষ্টির মধ্যে কোন দৃষ্টিশক্তিই নেই বা খুবই সীমিত দৃষ্টিশক্তি আছে তাদের জন্য চোখের উদ্ভব বা চোখের মত যে কোন অঙ্গের বিন্দুমাত্র উন্নতিই অনেক বাড়তি সুবিধা এনে দেবেএকেবারেই দর্শনশক্তি না থাকা মানে হচ্ছে সে পুরোপুরিই অন্ধ, এখন প্রাণীটির মধ্যে যদি অর্ধেক বা সিকিভাগ দৃষ্টিক্ষমতাও বিকাশ লাভ করে তাহলেই সে কিছু হলেও তার শিকারীর গতিবিধি দেখতে পাবে বা বুঝতে পারবেচোখের এইটুকু আংশিক বিকাশই প্রাণীটির বেঁচে থাকা বা না থাকার মধ্যে বিশাল একটি ভুমিকা রাখতে পারে[2]

 

৩) একই যুক্তি খাটে পাখার ক্ষেত্রেও, আমরা  চারপাশে আংশিক পাখাসহ প্রচুর প্রাণী দেখতে পাইটিকটিকি, ব্যাঙ, শামুক জাতীয় গ্লাইড করে চলে এমন অনেক প্রাণীর মধ্যেও আংশিক পাখার মত অংশ দেখতে পাওয়া যায়গাছে থাকে এমন অনেক প্রাণীর দুই জয়েন্টের মাঝখানে পাখার মত একধরনের চামড়ার অস্তিত্ব দেখা যায় যেটা আংশিকভাবে বিকশিত পাখা বৈ আর কিছু নয়পাখাটি কত ছোট বা বড় তা এখানে ব্যাপার নয়, প্রাণীটি যদি কখনও গাছ থেকে পড়ে যায় তাহলে ওইটুকু পাখা ব্যবহার করেই সে তার জীবন বাঁচাতে পারবে যা কিনা তাকে টিকে থাকতে বাড়তি সুবিধা জোগাবে[3]

 

 

প্রাসঙ্গিক দাবী : 

 


 

[1] Mark Isaak, The Counter-Creationism Handbook, University of California Press, 2007, p 92

[2] বন্যা আহমেদ, বিবর্তনের পথ ধরে, অবসর, ২০০৭ (পরিমার্জিত ও পরিবর্ধিত ২০০৮)

[3] বন্যা আহমেদ, বিবর্তনের পথ ধরে, অবসর, ২০০৭ (পরিমার্জিত ও পরিবর্ধিত ২০০৮)

প্রশ্নোত্তরে বিবর্তন